বাংলাহান্ট ডেস্ক : জুলাই আন্দোলনে শহিদ সেলিম তালুকদারের নবজাতক কন্যাকে দেখতে সোমবার দুপুরে ঝালকাঠির কবিরাজ বাড়ি এলাকায় যান বাংলাদেশ (Bangladesh) জামায়াত ইসলামীর নেতা ডা. শফিকুল ইসলাম। সেখানে সাংবাদিকদের শফিকুল জানান, জুলাই বিপ্লবের খুনিদের দ্রুত বিচার প্রক্রিয়া সুনিশ্চিত করতে হবে।
বাংলাদেশ (Bangladesh) জামায়াত ইসলামীর নেতার বক্তব্য
পাশাপাশি এদিন বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কোরানকে দেশের সংবিধান (Constitution) হিসাবে লাগু করার আজব যুক্তিও দেন এই জামায়াত নেতা। শফিকুল ইসলামের কথায়, কোরানকে বাংলাদেশের সংবিধান করা হলে ও ইসলামিক দলগুলি যদি সেবা করার সুযোগ পায় তাহলে বৈষম্যহীন রাষ্ট্র তৈরি হবে।
আরও পড়ুন : আরও কড়া হচ্ছে ট্রাফিক আইন! ১০ গুণ বাড়ল জরিমানার পরিমাণ, সতর্ক না হলেই পড়বেন বিপদে
পাশাপাশি তিনি আরো বলেন, “সাধারণ মানুষও দেখতে পাবেন ইসলামিক রাষ্ট্র কেমন হয়। প্রত্যেকটি মানুষ প্রত্যেককে শ্রদ্ধা করবে। এমনকি যিনি রাস্তা পরিষ্কার করেন তাকেও মানুষ বলবেন আপনি বাংলাদেশের (Bangladesh) একজন প্রকৃত নাগরিক। আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। একটু ভালোবাসা দেবেন আমাদের, দোয়া করবেন।”
আরও পড়ুন : এবার এই দেশকে সাহায্য করতে গিয়ে বড়সড় ক্ষতির সম্মুখীন চিন! ভারতের কাছ থেকে চাইছে সাহায্য
বাংলাদেশের অপর জামায়াত নেতা মাওলানা মহম্মদ দেলওয়ার হোসাইন এর আগে আবার বলেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর অনেক শাসন দেখলাম। ক্ষমতার উৎস জনগণ মেনে কী হয়েছে? চুরি, ডাকাতি, ছিনতাই ধর্ষণ কি কেউ বন্ধ করতে পেরেছে? চরম সীমায় পৌঁছেছে দুর্নীতি। কোরানকে সংবিধান হিসেবে মান্যতা দিলে দেশে ধর্ষণ থাকবে না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ১৯৭২ সালের সংবিধান ‘কবর’ দেওয়ার ডাক দিয়েছিলেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। বিএনপি ছাত্র নেতাদের বক্তব্যের সাথে অবশ্য সম্পূর্ণভাবে একমত ছিল না। তবে বাংলাদেশের জামাতে ইসলামি সংগঠন ছাত্র নেতাদের হয়ে সওয়াল করে সেইসময়। জামাতের সহসভাপতি তথা প্রাক্তন সাংসদ মুজিবুর রহমান একটি জনসভায় বলেছিলেন, ‘আল্লাহর আইন ছাড়া দেশে অন্য কোনও আইন চলতে দেওয়া হবে না।’
গত ৩ জানুয়ারি ঢাকার ডেমরায় অনুষ্ঠিত জামাতে ইসলামির কর্মী সম্মেলনে মুজিবুর জানান, ‘জীবন বাজি রেখে দেশে কোরান-সুন্নাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এদেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনে আবারও দলের নেতাকর্মীরা মাঠে নেমে আন্দোলন করবেন, শহিদ হবেন।’