শেখ হাসিনার ম্যাজিক! বদলের বাংলাদেশে বাজিমাত আওয়ামী লীগের, বিরাট চাপে ইউনূস

বাংলাহান্ট ডেস্ক : বদলের বাংলাদেশে (Bangladesh) এ যেন উলট পুরান। হাসিনা (Sheikh Hasina) আমলের সমাপ্তির পর সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার মুছে দিতে চায় বঙ্গবন্ধুর স্মৃতিটুকুও। দিকে দিকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে শুরু করে শেখ মুজিবুরের ধানমন্ডির বাড়ি জ্বালিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছে পদ্মাপারের উগ্র মনস্করা।

বাংলাদেশে (Bangladesh) হাসিনার খেল শুরু

এমনকি রেওয়াত করা হচ্ছে না আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও। এই আবহেই বদলের বাংলাদেশে বড় জয় পেলেন হাসিনা পন্থীরা। জেলা আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের (Bangladesh) সংবাদমাধ্যম সূত্রে খবর, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি।

আরোও পড়ুন : এবার কুমোরটুলি! ট্রলিব্যাগে মহিলার খন্ডবিখন্ড দেহ উদ্ধার, গ্রেপ্তার ২, জানা গেল নাম-পরিচয়

আইনজীবী সমিতির ভবনে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলে ভোট (Vote) গ্রহণ পর্ব। রাত সাড়ে আটটা নাগাদ গণনা শেষ হলে দেখা যায় বিএনপি-জামায়াতের চেয়ে বেশ কিছু আসন বেশি ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থকরা। সূত্রের খবর, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ৩৪ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্যানেল থেকে জয়ী হয়েছেন ৬ জন প্রার্থী।

আরোও পড়ুন : গাফিলতির জন্য তদন্ত হস্তান্তর হলেই শাস্তি! যা বললেন জাস্টিস ঘোষ…

পাশাপাশি, বিএনপি-জামায়াতপন্থি প্যানেল থেকে জয়লাভ করেছেন ৫ জন প্রার্থী। বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল প্রকাশ হতেই রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে ইউনূসের দেশে। ওয়াকিবহাল মহল মনে করছে, আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফল নিঃসন্দেহে চিন্তা বাড়াবে ইউনূসের।

In Bangladesh Mohammad Yunus is in crisis.

আবার অনেকেই মনে করছেন, আগামী দিনে যে ইউনূস (Mohammad Yunus) হাওয়া বদল হতে চলেছে এই ফল তারই ইঙ্গিত। এমনকি আগামী নির্বাচনে যে এই ফল বেশ প্রভাব সৃষ্টি করবে এমনটাও মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। বিশেষজ্ঞদের মত, ইউনূস সরকারের উপর যে দেশের আইনজীবী মহল খুব একটা তুষ্ট নয় এই ফল তারই প্রমাণ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর