বাংলাহান্ট ডেস্ক : এবার ইউপিআই মাধ্যম ব্যবহার করে ব্যাংকে জমা করা যাবে টাকা। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ভাবনাচিন্তা শুরু করেছে। মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম হিসেবে ইউপিআই-এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। ক্রমাগত ভারতে বাড়ছে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা।
এই আবহে আরবিআই ভাবছে ইউপিআই সিস্টেম ব্যবহার করে ব্যাংকে নগদ টাকা জমা দেওয়ার প্রক্রিয়া চালু করতে। অন্যদিকে, রিজার্ভ ব্যাংক প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টকে (পিপিআই) থার্ড-পার্টি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিঙ্ক করার ব্যাপারে অনুমতি দিয়েছে। যেভাবে থার্ড পার্টি অ্যাপ থেকে বর্তমানে ইউপিআই লেনদেন করা যায়, পিপিআই-এর ক্ষেত্রে সেটা করা যায় না।
আরোও পড়ুন : ‘বহুরূপী’ ছবির শ্যুটিং চলাকালীন হাসপাতালে ভর্তি হতে হল শিবপ্রসাদকে! কী হল পরিচালকের?
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানাচ্ছেন, নগদ জমা মেশিন বা সিডিএম বসিয়েছে যে ব্যাংকগুলো, সেইসব শাখায় অনেকটাই লেনদেনের চাপ কমেছে। একই সাথে লাভ হয়েছে গ্রাহকদেরও। তবে বর্তমানে শুধুমাত্র ডেবিট কার্ড ব্যবহার করেই টাকা ডিপোজিট করা যায় এই সিডিএম-এ। আরবিআই গভর্নর জানিয়েছেন, শীঘ্রই এর জন্য জারি করা হবে অপারেশনাল নির্দেশনা।
আরবিআই গভর্নর এই অবস্থায় বলছেন, ‘ইউপিআই যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে, তাতে কার্ডলেস ইউপিআই ব্যবহার করে টাকা জমা দেওয়ার বিষয়টি বাস্তবায়িত করতে ভাবনাচিন্তা চলছে। ইতিমধ্যেই বিনা কার্ডে ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলার বিষয়টি বেশ জনপ্রিয় হয়েছে।’
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার