শরীর দেখিয়ে ফাঁসানোই ছিল কাজ! বাংলার বিজেপি নেত্রীর মেয়ের ফাঁদে নেতারা, অবশেষে গ্রেফতার

বাংলাহান্ট ডেস্ক : যৌনতাকে হাতিয়ার করেই লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ এক বিজেপি নেত্রীর মেয়ের বিরুদ্ধে। বিজেপিরই এক নেতা ওই নেত্রীর মেয়ের বিরুদ্ধে হানি ট্রাপ এর অভিযোগ তুলেছেন। বেশ কিছু অভিযোগ পাওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছে প্রিয়াঙ্কা রায় নামের ঐ যুবতীকে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাটের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের রাখালপল্লির।

হাড়োয়ায় বিজেপির (Bharatiya Janata Party) মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়ের মেয়ে প্রিয়াঙ্কা। বসিরহাট মহকুমা আদালতে তাকে হাজির করানো হয় বৃহস্পতিবার। পুলিশ জানিয়েছে, ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে কথাবার্তা ও ছবি দিয়ে ট্র্যাপ ফাঁদতেন প্রিয়াঙ্কা। এরপর বিভিন্ন ব্যক্তিকে ফাঁসিয়ে ধর্ষণের অভিযোগে ফাঁসানো নাম করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করতেন।

এই অভিযোগ প্রথম তোলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নেতা রাজেন্দ্র সাহা। রাজেন্দ্র ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ২০১৯ সালে। পুলিশ সূত্রে খবর রাজেন্দ্র ছাড়াও প্রিয়াঙ্কা আরো বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এরপর স্বরূপনগর থানায় দায়ের হওয়া একটি অভিযোগের তদন্ত শুরু করে।

তদন্ত করতে গিয়েই পুলিশ গ্রেপ্তার করে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ রুজু করা হয়েছে বসিরহাট মহকুমা সাইবার ক্রাইম থানায়। রাজেন্দ্র সাহা বলেছেন, “দলকে কলঙ্কিত করছেন বিজেপি নেত্রীর মেয়ে। ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে শাসকবিরোধী দলের। খেলা করা হচ্ছে নেতাদের আত্মসম্মান নিয়ে। উপযুক্ত ব্যবস্থা নিক দল।”

bjp flag

পুলিশ দাবি করেছে, প্রিয়াঙ্কা জেরায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বলেছেন যৌনতার ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তিনি। তদন্তকারীরা খতিয়ে দেখেছেন এর পিছনে অন্য কোনও বড় চক্র যুক্ত রয়েছে কিনা। যদিও বিজেপি নেত্রী নমিতা রায় দাবি করেছেন, এটা চক্রান্ত। ফাঁসানো হচ্ছে তার মেয়েকে। কারোর থেকে সে টাকা-পয়সা নেয়নি। সব অভিযোগ মিথ্যা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর