বাংলাহান্ট ডেস্কঃ লকডাউন অবস্থা জারী হওয়ার মধ্যেই বাংলায় (West bengal) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তের খবর অনুযায়ী রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫। নতুন করে আক্রান্ত এই ৫ জন আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে রয়েছে ৯ মাসের একটি শিশু এবং ৬ বছরের এক বালিকাও। শোনা গিয়েছে, কলকাতায় (Kolkata) আক্রান্ত এই পরিবার সম্প্রতি বিদেশ ফেরত এক ব্যক্তির সংস্পর্ষে আসার ফলেই এই তাঁরা এই রোগে আক্রান্ত হন।
ভারতে আজ অর্থাৎ শুক্রবারে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা প্রচুর বেড়ে যায়। এবং গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পায় মৃতের সংখ্যাও। ভারতে এখনও অবধি করোনা আক্রান্তের সংখ্যা ৮৬৩ এবং মৃতের সংখ্যা ২২ জন। দেশে যাতে তৃতীয় পর্যায়ে এই রোগ বিস্তার লাভ না করে, সেই কারণে জারী করা হয়েছে লকডাউন ব্যবস্থা। সকল নাগরিকদের গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারী তরফ থেকে।
শুধুমাত্র জরুরী প্রয়োজন ছাড়া কাউকেই ঘর থেকে বেরোতে নিষেধ করে দেওয়া হয়েছে। সতর্ক থাকার কথা বলা হচ্ছে সকলকে। এরই মধ্যে আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী জনসন এই রোগে আক্রান্ত হয়ে নিজেকে সেলফ কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সুস্থ হয়েছেন বেশ কয়েকজন। এখনও অবধি দেশে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৬৬ জন মানুষ। দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশের মধ্যেকার অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধ রাখার সময়সীমা বাড়িয়ে ১৪ ই এপ্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই অবস্থায় করোনা ভাইরাস মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি অর্থাৎ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মলদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে সংযুক্ত ও সাধারণ প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দিয়েছে ভারত সরকার।
ভারতে বিভিন্ন প্রান্তে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে- কেরলে আক্রান্তের সংখ্যা ১৭৬, মহারাষ্ট্রে ১৫৬, রাজস্থানে ৩৮, দিল্লী ৩৯, গুজরাট ৪৪, কর্নাটক ৪২, মধ্যপ্রদেশ ২৭, পাঞ্জাব ৩৩, তেলেঙ্গানা ৩৫ জন।