তিন হাজারেরও বেশি করোনা রোগী উধাও! ঘুম উড়ল সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকে (Karnataka) করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিগত তিন সপ্তাহে কর্ণাটকে রোগীর সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেয়েছে। গোটা রাজ্যে রোগীর সংখ্যা ৯০ হাজার পার করে ফেলেছে। আর এরমধ্যে খবর আসছে যে, রাজধানী ব্যাঙ্গালুরু (Bangalore) থেকে ৩ হাজার ৩৩৮ জন করোনা রোগী উধাও হয়ে গেছে। তাঁরা কোথায় গেছে, কেউ জানেনা। প্রশাসন তাঁদের খোঁজে চারিদিকে তল্লাশি অভিযান চালাচ্ছে।

165033corona patient kk
বেঙ্গালুরু/ Bengaluru

আধিকারিকরা জানান, তাঁদের কাছে রোগীদের ট্র্যাক করার কোন প্রযুক্তি নেই। রিপোর্ট পজেটিভ আসার পর তাঁরা নিজেদের কোয়ারেন্টাইন করেছে কি না, সেটা নিয়েও কোন তথ্য নেই সরকারের কাছে। ব্যাঙ্গালুরু মহানগর পালিকার কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদ বলেন, ‘আমরা পুলিশের সাহায্য নিয়ে কয়েকজন করোনা রোগীর খোঁজ পেতে সক্ষম হয়েছি, কিন্তু এখনো ৩ হাজার ৩৩৮ জন রোগী নিখোঁজ। অনেকেই ভুল মোবাইল নম্বর আর ঠিকানা দিয়েছে। রিপোর্ট পজেটিভ আসার পর তাঁরা সবাই উধাও হয়ে গেছে।”

corona in india20200318012915

এবার থেকে রোগীদের স্যাম্পেল নেওয়ার আগে সরকার প্রথমে তাঁদের পরিচয়পত্র দেখবে। এছাড়াও এদের মোবাইল নম্বরও ভেরিফাই করা হবে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ডঃ অস্বত নারায়ণ বলেন, ‘আমাদের এটা সুনিশ্চিত করতে হবে যে, সমস্ত সংক্রমিত রোগীদের খুঁজে বের করে তাঁদের কোয়ারেন্টাইন করা। আমরা নির্দশিকা জারি করে বলেছি যে, তাঁদের খোঁজ পেলেই যেন সতর্কতা অবলম্বন করে কোয়ারেন্টাই করা হয়।”

আপনাদের জানিয়ে দিই, কর্ণাটকে হুহু করে বাড়ছে করোনায় আক্রান্তদের সংখ্যা গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫ হাজারেরও উপরে করোনার নতুন সংক্রমণ ধরা পড়েছে। রাজ্যে মোট আক্রান্তদের সংখ্যা ৯০ হাজার পার করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর