মহিলা কনস্টেবলকে ইট ছুঁড়ে, টেনে হিঁচড়ে মারধর বালি মাফিয়াদের! ভাইরাল হাড়হিম করা ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : বিহারে (Bihar) বালির ব্যবসা খুবই প্রসিদ্ধ। এই বালি ব্যবসা থেকে প্রচুর পরিমাণ রোজগার হয় ব্যবসায়ীদের। কিন্তু এই ব্যবসায় জড়িত থাকে প্রচুর অসাধু মানুষ। যাদের এক কথায় বালি মাফিয়া বলা হয়। বিভিন্ন কুকীর্তির জন্য এই বালি মাফিয়ারা খবরের শিরোনামে আসেন। সম্প্রতি এমনই একটি ভিডিও (Video) সামনে এসেছে। ঘটনাটি পটনার বিহটা থানা এলাকার পরেব গ্রামের।

জানা গিয়েছে, সেখানে চলছিল বালি ভর্তি লরিতে ওভারলোডিং চেকিং। সেখানে এক মহিলা ইন্সপেক্টর ও তার সহকর্মীদের ইঁট ছুঁড়ে দৌর করাতে শুরু করে লরি চালক ও বালি মাফিয়ারা। এমনকি বালি মাফিয়ারা ইন্সপেক্টরকে মারধর করে বলেও অভিযোগ। এরপরে প্রাণভয় ওই মহিলা ইন্সপেক্টর দৌর লাগান। তাকে ধাওয়া করতে শুরু করে দুষ্কৃতীরা।

ভয়ানক এই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। সূত্রের খবর, বালি ওভারলোডিং নিয়ে মহিলা ইন্সপেক্টর এর সাথে বচসা শুরু হয় লরিচালকের। এরপর মহিলা ইন্সপেক্টর ও তার সঙ্গী সাথীদের বালি মাফিয়ারা দৌড় করায়। ওই মহিলা ইন্সপেক্টর প্রায় ১৫০ গাড়ি বালি আটক করেছিলেন। সেই বালি বোঝাই গাড়ি ছাড়ানোর জন্য বচসা শুরু হয় দুপক্ষের।

ঘটনায় ৪৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্তত ৫০টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট রাজীব মিশ্র জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তকে খুব শিগগিরই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে, ভিডিও প্রকাশ্যে আছে তোলপাড় শুরু হয়েছে বিহারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর