বাংলাহান্ট ডেস্কঃ আয়োজন করা হয়েছিল নাচ, গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। চলছিল সেইভাবেই। কিন্তু রাত বাড়তেই শুরু হল চটুল নাচ। ছোট পোশাক পরিহিত অবস্থায় নাচ, আবার নাচতে নাচতে পোশাক খুলে ফেলা! এই দৃশ্য দেখে পরিবার নিয়ে আগত দর্শকরা গেলেন বেজায় চটে।
বৃহস্পতিবার রাতে এমনই কিছু অশালীন ঘটনার সাক্ষী থাকলেন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর (bongaon) গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের মানিককোল ও দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের কাঠালতলা এলাকার বাসিন্দারা। ঘটনার দৃশ্য ভাইরাল হতেই পুলিশ সেখান পৌঁছায় এবং ২৫ জনকে গ্রেফতার করে।
সূত্রের খবর, গোপালনগর থানার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মানিককোল মিষ্টি মেলা কমিটির উদ্যোগে নাচ, গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। সেখানে শুরুর দিকে ভালো ভাবে অনুষ্ঠান চলতে থাকলেও, পরের দিকে কিছু সমস্যা দেখা দেয়।
দেখা যায়, রাত বাড়তেই অর্ধনগ্ন অবস্থায় মঞ্চে উদ্দাম নাচ করছেন নর্তকীরা। তাঁদের মধ্যে আবার কেউ কেউ নাচ চলাকালীন খুলে ফেলছেন নিজেদের পোশাকও। আর সেই নাচ দর্শকাসনে বসে উপভোগ করছেন মদ্যপরা। কিন্তু সেখানে উপস্থিত পরিবার নিয়ে অনুষ্ঠান দেখতে আসা কিছু দশর্ক এই ঘটনার প্রতিবাদ জানায়। এমনকি কিছু মানুষ সেই দৃশ্যের ভিডিও করে শেয়ারও করে দেয় স্যোশাল মিডিয়ায়।
ভিডিও ভাইরাল হতেই রাতে সেখানে হানা দেয় পুলিশ। সাউন্ড সিস্টেমগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় এবং নাচের আসর বন্ধ করে দেয়। পুলিশ সেখানে উপস্থিত হতেই স্থানীয়রা বিক্ষোভ দেখায়। তাঁরা অভিযোগ করে, সবকিছু জেনে শুনেও পুলিশ কেন কোন ব্যবস্থা নেয়নি।
জানা গিয়েছে, এই ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে আবার ৫ জন রয়েছে নাবালিকা। শুক্রবার সকালে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।