পর্যটক বোঝাই নৌকার উপর ভেঙে পড়ল পাহাড়, দুর্ঘটনায় মৃত ৭! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ আনন্দের মুহূর্তে হঠাতই নেমে এল বিষাদের ছায়া। ব্রাজিলের (brazil) সাল মিনাস জলপ্রপাতের নীচে উল্লাসরত পর্যটকদের মধ্যে মুহূর্তেই প্রাণ হারালেন কমপক্ষে ৭ জন। গুরুতর জখম ৯ জন। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভয়ঙ্কর দৃশ্য।

সম্প্রতি সময়ে নেটদুনিয়ায় এক ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একদল পর্যটক বেশ আনন্দের সঙ্গেই জলপ্রপাতের নীচে বোটে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। ব্রাজিলের সাল মিনাসের সেই সৌন্দর্য উপভোগ করতে গিয়েই শনিবার প্রাণ হারালেন ৭ জন।

সূত্রের খবর, এই দুর্ঘটনার পর কমপক্ষে ২৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে কারো সামান্য আঘাত, তো কারো মাথায় এবং মুখে গুরুতর আঘাত, কারো হাড় ভেঙেছে, তো আবার কেউ বা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাধারণ ভাবেই ব্রাজিলের সাল মিনাসের জলপ্রপাতের নীচে অন্যদিনের মত শনিবারও ঘুরছিলেন বেশকিছু পর্যটক। নিজের মধ্যে আনন্দও উপভোগ করছিলেন তাঁরা। সেইসঙ্গে আবার কেউ কেউ করছিলেন ভিডিও।

এরই মাঝে আচমকাই পাথরের একটি বড় স্তম্ভাকৃতি চাঙড় পাথুরে দেওয়াল ভেঙে পড়ে দুটি বোটের উপর। যার ফলে হ্রদ উত্তাল হয়ে ওঠে এবং নৌকা থেকে পড়ে যান পর্যটকরা। নিখোঁজও হয়ে যান ৩ জন। জানা গিয়েছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন এবং গুরুতর জখম হন ৯ জন।

এবিষয়ে ব্রাজিলের নৌবাহিনী জানিয়েছে, গত কয়েক দিনের প্রবল বর্ষণে পাহাড়ের গায়ে ফাটল ধরায় এমনটা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে তদন্তকারী দল গঠন করে এই ঘটনার তদন্ত করা হচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর