বেসিক স্যালারিই হবে ‘এত’ হাজার! নয়া প্ল্যানিং মোদি সরকারের, আনন্দে লাফাচ্ছেন কর্মীরা

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) বাজেট (Budget) পেশ করতে চলেছেন। আগামী ২৩ জুলাই ২০২৪ তারিখে পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের পর এটাই প্রথম বাজেট পেশ হতে চলেছে।

বাজেটে (Budget) এবার কেন্দ্রের সরকারি কর্মীদের (Government Employees) জন্য আসছে খুশির খবর। 

ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন কেন্দ্রের কর্মীরা। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেতে চলেছে বলে খবর। আসন্ন বাজেটে (Budget) মোদি সরকার কেন্দ্রের কর্মীদের উপহার দিতে চলেছেন। তারপরে কেন্দ্রের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে।

   

আরোও পড়ুন : TRP কমতেই লালবাতি! বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই বাংলা সিরিয়াল, মাথায় হাত দর্শকদের!

সকল কর্মীদের বেসিক স্যালারি (Salary) নির্ধারিত করে এই  ফিটমেন্ট ফ্যাক্টর। বেসিক স্যালারি সহ ভাতা একত্রিত ভাবে যে টাকা দেওয়া হয় সেটাই দিয়েই হয় ফিটমেন্ট ফ্যাক্টর। ২০১৬ সালের শেষবার কেন্দ্রীয় সরকারের কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টার বেড়েছিল। ৬০০০ টাকা স্যালারি থেকে ১৮,০০০ হাজার টাকা স্যালারি করা হয়েছিল।

আরোও পড়ুন : ‘কাঁড়ি কাঁড়ি যৌনতা, একগাদা যৌন সম্পর্ক’, ফুঁসে উঠলেন প্রাক্তন TMC সাংসদ মিমি!

এবার ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২৬০০০ হওয়ার কথা রয়েছে। বলাই বাহুল্য বেসিক স্যালারি বাড়াতে পারে ৮ হাজার টাকা। বর্তমানে সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ। আগামী বাজেটে (Budget) ৩.৬৮ গুণ বৃদ্ধি পেতে পারে বলে খবর। কেন্দ্রীয় সরকারের কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধির ফলে ৮ হাজার টাকা বেতন বৃদ্ধি পাবে।

This time 12 percent salary increase for temporary workers.

পাশাপাশি মহার্ঘ ভাতা, হাউজ রেট অ্যালাউন্স বৃদ্ধি পাবে। বেসিক স্যালারি ১৮ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে যদি ২৬ হাজার টাকা করা হয় তাহলে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশের সমান হবে। অর্থাৎ বেসিক স্যালারি (Salary) বৃদ্ধি পেলে মহার্ঘভাতা (Dearness Allowance) বৃদ্ধি পাবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর