হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ! বাতিল পর্ষদের বিজ্ঞপ্তিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কারা অংশ নিতে পারবেন প্রাথমিকের নিয়োগে? কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) ডিভিশন বেঞ্চ এবার খারিজ করে দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) সেই সংক্রান্ত নির্দেশ। এরই সাথে খারিজ হয়েছে পর্ষদের বিজ্ঞপ্তিও। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ আসে বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, ২৯ শে সেপ্টেম্বর পর্ষদ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর অনলাইনে টেটে নিয়োগ সংক্রান্ত আবেদন চলে ২১শে অক্টোবর থেকে ১৪ ই নভেম্বর পর্যন্ত। পরে অবশ্য সাতদিন পর্যন্ত বাড়ানো হয় আবেদনের সময়সীমা। এরপর কলকাতার পরীক্ষার্থীরা প্রথম পর্যায়ের ইন্টারভিউ (Interview) দেন ২৭ ডিসেম্বর। ১১ হাজারের মত ছিল শূন্যপদের সংখ্যা।

পর্ষদ বিজ্ঞপ্তিতে বলে, বর্তমানে যাদের বয়স ৪০ বছর, টেট পাশ করেছেন, প্রাথমিকের জন্য ট্রেনিং নিয়েছেন, এমনকি, ২০২০- ২২ শিক্ষাবর্ষে যারা প্রথম সেমিস্টার এ উত্তীর্ণ হয়েছেন তারাও প্রাথমিকে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে, পরীক্ষার্থীদের একাংশ পর্ষদের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হয় হাইকোর্টের।

high court

তাদের বক্তব্য ছিল, ২০১৬ সালের নিয়ম অনুযায়ী যারা ডিএলএড সম্পূর্ণ করেছেন তারাই নিয়োগে অংশ নিতে পারবেন। স্বাভাবিকভাবেই ২০২০-২২ সালের পরীক্ষার্থীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়নি। এর ফলে কিভাবে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারে? বিচারপতি গঙ্গোপাধ্যায় এরপর পর্ষদের পক্ষেই রায় দেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন খারিজ করে দিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই রায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X