গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমা পেতে পারে গ্রাহক! কিভাবে জেনেনিন আপনিও

বাংলাহান্ট ডেস্কঃ দিনকে দিন দামের গতি ক্রমশ উর্দ্ধমুখী হলেও, গ্যাস সিলিন্ডার (lpg gas cylinder) ছাড়া এখন প্রায় অচল সকলেই। আগেকার দিনে মানুষ কাঠের উনুন, কাঠা কয়লা, কেরোসিন ব্যবহার করলেও, এখন প্রায় প্রতিটি বাড়িতেই গ্যাস সিলিন্ডার রয়েছে। তবে এই গ্যাস সিলিন্ডার ব্যবহারে যেমন সুবিধা রয়েছে, তেমনই এই সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনাও কিন্তু কম শোনা যায় না।

সতর্কতার সঙ্গেই এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা উচিৎ। তবে গ্রাহকদের কথা চিন্তা করে বিমার সুবিধাও রেখে গ্যাস সিলিন্ডার অর্থাৎ এলপিজি কোম্পানিগুলি। জেনে নিন বিস্তারিত-

b 20180922050541

গ্যাস সিলিন্ডার ব্যবহারের শুরুতেই আপনি যখন এলপিজির সঙ্গে যুক্ত হচ্ছেন, তখনই কোম্পানির থেকে গ্রাহক একটি ব্যক্তিগত দুর্ঘটনা কভার পেয়ে থাকেন। তবে এই বিষয়ে অনেক গ্রাহকই অবগত থাকেন না।

গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় কোনরকম লিকেজ থাকলে, বা দুর্ঘটনায় আগুন লেগে বড় ক্ষতির সম্মুখীন হলে, এই বিমার আয়ত্তায় গ্রাহক ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। এলপিজি কোম্পানির সঙ্গেই বিমা কোম্পানির এই বিষয়ে আগে থাকতেই চুক্তি করা থাকে।

879

বিষয়টা হল, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হলে কিংবা লিকেজ থেকে আগুন ধরে কোনপ্রকার ক্ষয়ক্ষতি হলে তাঁর জন্য কিন্তু এলপিজি কোম্পানিই দায়ী থাকে। কারণ, নিয়মানুসারে প্রত্যেকটি সিলিন্ডার নিরাপদ, এতে কোন ত্রুটি থাকার কথাও নয়। সর্বোপরি ডিলার এবং এলপিজি কোম্পানি এই সিলিন্ডারের জন্য দায়বদ্ধ থাকে।

গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। আবার ব্যক্তি পিছু ১০ লক্ষ টাকা করেও দেওয়ার নিয়ম আছে। আবার অনেক ক্ষেত্রে দুর্ঘটনায় মৃত ব্যক্তির ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা দেওয়া হয়। আবার দুর্ঘটনায় তাৎক্ষণিক সাহায্যের জন্য জনপ্রতি ২৫ হাজার টাকা করেও দেওয়া হয়। তবে এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার পর নিজের গ্যাস ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই থানায় লিখিত রিপোর্ট দায়ের করতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর