তোলাবাজির সঙ্গে যুক্ত সিভিক ভলেন্টিয়ার! তদন্তভার সিআইডির হাতে দিল হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্ক : অতীতে বহুবার সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠেছে। এবার কল্যাণীর (Kalyani) এক সিভিক ভলেন্টিয়ারের (Civic volunteer) বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। সেই তোলাবাজির অভিযোগের তদন্তের ভার কলকাতা হাইকোর্ট দিল সিআইডিকে। সিআইডিকে আগামী ১৩ই এপ্রিলের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ঈশ্বর গুপ্ত সেতুতে গাড়ি থেকে তোলাবাজি করছেন এক সিভিক ভলেন্টিয়ার।

কল্যাণী পুরসভার এক কাউন্সিলর এমনই অভিযোগ আনেন। একই সাথে তিনি কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন কল্যাণী থানার আইসি ও এক পুলিশকর্মীর বিরুদ্ধে। গোটা বিষয়টি কলকাতা হাই কোর্ট সিআইডিকে তদন্ত করে দেখতে বলেছে। বিচারপতি নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে এফ আই আর করে যাতে দ্রুত তদন্ত শুরু করা হয়। এরই সাথে বলা হয়েছে তদন্তে যেন কোনও রকম ত্রুটি না থাকে।

অতীতে বহুবার বিভিন্ন বিষয় নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন বিরোধী দলগুলি প্রায় সময়ই অভিযোগ করে থাকে যে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে ৯৫ শতাংশই তৃণমূলের পার্টি ক্যাডার। অনেক সময় সিভিক ভলেন্টিয়ারদের বিরোধীদলগুলি “উর্দিধারী তৃণমূলের গুন্ডা বলে”ও ব্যাখ্যা করে থাকে। সম্প্রতি সিভিক ভলেন্টিয়ারদের বাগে আনার জন্য সিভিক ভলেন্টিয়ারদের কাজ সম্পর্কিত নির্দেশিকা জারি করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (High Court)।

civic volunteer 1

হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ইতিমধ্যে। সেই নির্দেশিকা স্পষ্ট ভাবে বলা রয়েছে সিভিক ভলেন্টিয়াররা কি কি করতে পারবেন আর কি কি পারবেন না। এই আবহেই ফের একবার তোলাবাজির অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্ট এই তদন্তের ভার নজিরবিহীন ভাবে তুলে দিল সিআইডির (CID) হাতে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর