বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক সেই জায়গায় পৌঁছেছে তার ফলে এই সময় ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া কার্যত অসম্ভব, এমনটাই মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এর জন্য অবশ্য ভারতকেই দায়ী করেছেন ইমরান খান। তিনি জানিয়েছেন এই সময় ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হলে তা ভয়ঙ্কর আকার ধারণ করবে।
পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা বর্তমানে পাক প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন, বর্তমানে শুধুমাত্র আইসিসি কিংবা এসিসি-র আয়োজিত কোন টুর্নামেন্টে দুই দেশ মুখোমুখি হতে পারে। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ প্রসঙ্গে ইমরান খান বলেন বর্তমানে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায় তাহলে তা ভয়াবহ আকার ধারণ করবে, পরিস্থিতি আরো খারাপের দিকে এগিয়ে যাবে।
এছাড়াও ইমরান খান বলেন, এই সময় ভারত- পাকিস্তান সিরিজ হলে মাঠে ফিল্ডিং করার সময় পাকিস্তানি ক্রিকেটারদের সুরক্ষার জন্য হেলমেট পরিয়ে মাঠে নামাতে হবে। উল্লেখ্য, শেষবার ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে 2012-13 সালে।