‘চীনে অত্যাচারিত উইঘুর মুসলিমরা!’ মেনে নিলেন ড্রাগনের বন্ধু বাংলাদেশের ৭৪ শতাংশ নাগরিক

বাংলাহান্ট ডেস্ক : সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের (Bangladesh) ৭৪ শতাংশ নাগরিক মনে করেন চীনে উইঘুর মুসলমানদের (Uyghur Muslims) ওপর রীতিমতো দমনমূলক আচরণ করা হচ্ছে এবং বাকি ২৪ শতাংশ মনে করেন তারা শুধু ধর্মীয় পরিচয়ের কারণেই নির্যাতিত হচ্ছে। অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ একটি সমীক্ষা প্রকাশ করে। ‘ন্যাশনাল ইমেজ অব চায়না’ শীর্ষক এই সমীক্ষায় ৫ হাজার ২০০ জন বাংলাদেশি তাদের মতামত প্রকাশ করে বলে জানা যাচ্ছে।

কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক যাচাই-বাছাই করে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে এই সমীক্ষায় মূলত সে দেশের সরকারের মুসলিমদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের ৩২ টি জেলা, ৮ টি বিভাগীয় শহর এবং ১২ টি মেট্রোপলিটন শহরের মানুষ এই সমীক্ষাশ অংশ নেন। এদের মধ্যে ৬৬ শতাংশ পুরুষ এবং ৩৪ শতাংশ মহিলা।

এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে, বাংলাদেশের ২১ শতাংশ মানুষ উইঘুর মুসলিম সম্পর্কে কোনও তথ্যই জানেন না। মাত্র ২ শতাংশ মনে করে উইঘুরদের ওপর নির্যাতন পশ্চিমা দেশগুলির মিথ্যা প্রচারণা। ১৫ শতাংশ মানুষ মনে করেন, এটি চীনের একান্তই অভ্যন্তরীণ বিষয়। ১০ শতাংশ মানুষ মনে করেন, চীনে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠিত হচ্ছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীনা সরকার বিশেষ কোনো ধর্ম বা বর্ণের পক্ষ নেয় না। পশ্চিমা মিডিয়াই উইঘুর মুসলমানদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও দাবি করেন, চীনের উইঘুরদের মধ্যে শুধু মুসলিম বাস করে না। চীনের অন্যান্য অঞ্চলেও মুসলমানরা বসবাস করে। কিন্তু সেই মুসলমানদের নিয়ে কেউ কোনও প্রশ্ন করে না।

লি জিমিং আরও বলেন, শুধুমাত্র উইঘুর  মুসলিমদের উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ চীন সম্পর্কে কি ভাবছে তা জানতেই এই সমীক্ষা করা হয়।

চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় ১২ লাখ মুসলিম উইঘুর বাস করে। বিশ্বের আন্তর্জাতিক সংস্থা গুলি অভিযোগ করে আসছে, এসব সংখ্যালঘু মুসলিমদের ওপর নানা ধরনের নিপীড়ন চালানো হচ্ছে। বিশ্বের বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তবে চীন বরাবরের মতই তা মানতে নারাজ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর