কংগ্রের জামানায় মোদিকে ফাঁসানোর জন্য অমিত শাহকে চাপ দেয় CBI! দাবি খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : রাহুল গান্ধীর (Rahul Gandhi) সদস্য বাতিল নিয়ে তুলকালাম দেশীয় রাজনীতি। এরই মধ্যে পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন তিনি দাবি করেন যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন গুজরাতে (Gujarat) একটি ভুয়ো মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ফাঁসানোর’ জন্য তাঁর উপর ‘চাপ’ সৃষ্টি করে। সেই সময় তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদও করে। সেই সময়ে কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার (UPA Government) ছিল বলে মনে করিয়ে দেন শাহ।

অমিত শাহ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে দায়ের করা সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলার কথা তুলে আনেন তিনি। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করে বিরোধীদের অভিযোগ নরেন্দ্র মোদির সরকার তাদের জব্দ করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই কথা বলেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুরাট আদালতের ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার বিষয়েও মন্তব্য করেন এদিন। তিনি দাবি করেন রাহুলই একমাত্র রাজনীতিবিদ নন যিনি আদালতে দোষী সাব্যস্ত হন এবং তার পরই লোকসভার সদস্যপদ হারান।

modi shah sad

শাহ এদিন বলেন, ‘আমি আপনাদের বলব কংগ্রেস কিভাবে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করেছিল। আমি এর শিকার হয়েছি এক সময়। তবে কংগ্রেস আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করার সুযোগ পায়নি। আমি যখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম তখন একটা এনকাউন্টার হয়েছিল। আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে সময় সিবিআই আমাকে গ্রেফতার করেছিল।’

তিনি আরও বলেন, ‘আমার জিজ্ঞাসাবাদের সময় ৯০ শতাংশ প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করা হয় যে আমি কেন বিরক্ত হচ্ছি। আধিকারিকরা চাপ দিয়ে বলে আমি নরেন্দ্র মোদির নাম বললেই তারা আমাকে ছেড়ে দেবে। তারপরও আমরা প্রতিবাদ করিনি। কোনও দিন কালো পোশাক পরে সংসদের মধ্যে অশান্তি সৃষ্টি করে কাজ বন্ধ করে দিইনি। মোদির বিরুদ্ধে একটি এসআইটি গঠন করা হয়। পরে সুপ্রিম কোর্ট নিজেই তা খারিজ করে দিয়েছে।’


Sudipto

সম্পর্কিত খবর