বাংলাহান্ট ডেস্ক : কোচবিহার থেকে খোঁজ মিলল ২ আলকায়দা জঙ্গির। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ট ফোর্স বা এসটিএফ-এর (STF) তল্লাশিতে এই দুজনের সন্ধান মেলে। কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার অন্তর্গত শাসন থেকে রাকিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়। রাকিবকে জেরা করেই এই দুজন ব্যক্তির সন্ধান পান তদন্তকারীরা।
গোয়েন্দারা দাবি করেছেন, যে দুজনের খোঁজ মিলেছে তাদের মধ্যে একজনের সন্ধান মিলেছে কোচবিহারের দিনহাটা থানার অন্তর্গত সিতাইয়ের শিঙ্গিমারি থেকে। অন্যজনের সন্ধান মিলেছে দিনহাটারই সিতাইয়ের শ্রীলঙ্কা এলাকা থেকে।
সন্ধান পাওয়া জঙ্গিদের নাম মৌজ ওরফে সইফউদ্দিন ও হাসান ওরফে নূর কাসিম। তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন রাকিব এই দুজনকে সিতাইয়ে নিয়ে আসে। এই দুজন ২০১৭ সাল থেকে সংশ্লিষ্ট এলাকায় বসবাস শুরু করে। জানা গেছে স্থানীয় কিছু মাদ্রাসায় এরা পড়ানোর কাজ করতো। সূত্রের খবর গোয়েন্দারা জানতে পেরেছেন এরা অত্যাধুনিক অ্যাপস তৈরি করে একে অপরের সাথে যোগাযোগ রাখত।
সইফউদ্দিন এবং নূর দুজনেই বিয়ে করেছেন। সিতাই এলাকার মহিলার সাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে। এই মহিলাদের একজনের বাড়ি উত্তর ২৪ পরগনা ও অপরজনের বাড়ি অসমে। এসটিএফ দুদিন আগে অত্যন্ত গোপনে এই অভিযান চালায়। যদিও এই দুই জঙ্গিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের সন্ধানে তল্লাশি চলছে।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার শাসন এলাকা থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আব্দুর রকিব সরকার এবং কাজি আহ সান উল্লাহ। গোয়েন্দারা জানতে পেরেছেন এরা প্রত্যেকেই আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। রাজ্যের একাধিক থানায় এই দুজনের নামে লিখিত অভিযোগও আছে।