গভীর খাদে পড়ে গিয়েছিলেন মালকিন, পোষ্য বিড়ালের বুদ্ধিমত্তায় উদ্ধার করেলন পুলিশকর্মীরা

বাংলাহান্ট ডেস্কঃ প্রভুভক্তের তালিকায় কুকুরের নাম সর্বপ্রথমে থাকলেও, বিড়াল (cat) যে কোন অংশে কম নয়, তা প্রমাণ করে দিল পিরান নামে এক পোষ্য বিড়াল। নিজের বুদ্ধিমত্তার জোরে, গভীর খাদে পড়ে যাওয়া মালকিনের খোঁজ দিলেন ওই পোষ্য পিরান।

এমনই এক অদ্ভূত ঘটনা সামনে এসেছে ব্রিটেনের উত্তর কর্ণওয়াল (cornwall) থেকে। যেখানে বছর ৮৩ -র বৃদ্ধা মালকিনের সঙ্গী ছিল পোষ্য পিরান। মালকিন প্রতিদিন বাড়ির আশেপাশেই একটু পায়চারী করতেন। কিন্তু শনিবার সকাল থেকে হঠাতই নিখোঁজ হয়ে যান তিনি।

0 Callie 1

এরপর তাঁর প্রতিবেশিরা পুলিশে খবর দেন। পুলিশ এবং প্রতিবেশিরা তাঁর বাড়ির আশপাশটা খুব ভালো করে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাওই তাঁকে খুঁজে পাওয়া যায় না। ঠিক এমন সময় দেখা যায়, ওই বৃদ্ধা মালকিনের পোষ্য বিড়াল পিরান, একটি ঝোপে ঘেরা গিরিখাতের সামনে দাঁড়িয়ে ম্যাও ম্যাও করে ডেকেই চলেছে।

এভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করে পোষ্য পিরান। এরপর পুলিশ কর্মীরা সেখানে আলো ফেলে দেখেন, ৭০ ফুট গভীরে, ঢালু গিরিখাত বেয়ে নিচে গিয়ে পড়ে গেছেন ওই বৃদ্ধা মহিলা। বেশ খাঁড়াই ও সরু গিরিখাত থাকার ফলে, তাঁর পক্ষে সেখান থেকে কিছুতেই উঠে আসা সম্ভব ছিল না। এমনকি বহু চেষ্টার পর দমকলবাহিনী অনেক কষ্টে স্ট্রেচার ও কেবিলের মাধ্যমে তুলে আনে ওই মহিলাকে।

উদ্ধার করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি সুস্থই রয়েছেন। এই পোষ্যের কারণেই, এক নতুন জীবন ফিরে পেলেন তাঁর মালকিন। তাই এই বিড়ালও প্রমাণ করে দিল, প্রভুভক্তের তালিকায় প্রথম নাম কুকুরের হলেও, বিড়াল কিন্তু কোন অংশে কম যায় না।

Smita Hari

সম্পর্কিত খবর