জোড়া ধাক্কা! সুকন্যা-অনুব্রতকে নিয়ে বড় রায় আদালতের, মাথায় হাত বাবা-মেয়ের

বাংলাহান্ট ডেস্ক : জোড়া ধাক্কা মন্ডল পরিবারে। একই দিনে আদালতে ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল Anubrata Mondal) ও তার কন্যা সুকন্যা মন্ডল। আজ একদিকে খারিজ হয়ে গেল সুকন্যা মন্ডলের জামিনের আবেদন, অপরদিকে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল।

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও সুকন্যা মন্ডলকে তাই আপাতত থাকতে হবে দিল্লির তিহাড় জেলেই। সুকন্যা মন্ডলের জামিন সংক্রান্ত মামলার শুনানি হয় গত শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে। আইনজীবীরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে আদালতের কাছে জামিন আর্জি জানান।

সেদিন সুকন্যার আইনজীবী বলেন, ইডির চার্জশিটে রয়েছে গরু পাচার মামলায় ধৃত বিএসএফের (BSF) ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যালের নামও। কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। বাবা অনুব্রত মণ্ডল বলেই গ্রেফতার করা হয়েছে সুকন্যা মন্ডলকে। গত এক বছর ধরে চিকিৎসা চলছে সুকন্যা মন্ডলের। তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে জুন মাসে।

অপরদিকে ইডির পক্ষ থেকে বলা হয়, অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি বলেছেন অনুব্রত কন্যা সুকন্যাই ব্যবসা দেখভাল করতেন। আর্থিক লেনদেন সংক্রান্ত নির্দেশ তিনি দিতেন। কিছু না জেনে কাগজে তিনি সই করে গেছেন এটা বাস্তবিক নয়। সব কিছু শোনার পর আদালত বৃহস্পতিবার সুকন্যা মন্ডলের জামিনের আর্জি খারিজ করে দেয়।

অন্যদিকে, এদিন আদালতে ধাক্কা খেয়েছেন অনুব্রত মণ্ডলও। দিল্লি হাইকোর্টে তিনি জামিনের আর্জি জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সেই আর্জির শুনানি হয়নি। রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত জানিয়েছিলেন তার শরীর ভালো নয়। জেলের বাইরে বেরিয়ে চিকিৎসার প্রয়োজন।

anubrata, sukanya mondal

যদিও রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রতর জামিনের আরজি খারিজ করে দেয়। এরপর অনুব্রত জামিনের আরজি জানান দিল্লি হাইকোর্টে। বৃহস্পতিবার সেই আর্জির শুনানি থাকলেও বিচারক দীনেশ কুমার শর্মা অনুপস্থিত ছিলেন আদালতে। জানা গিয়েছে পরবর্তী জামিনের দিন ৯ জুন ধার্য হয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর