বাংলাহান্ট ডেস্কঃ বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ধূপগুড়ি (Dhupguri) জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায়। পাথরবোঝাই লড়ির সঙ্গে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যানের মুখোমুখী সংঘর্ষে প্রাণ হারান ১৪ জন। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, পুলিশ এবং দমকল বিভাগ।
সঙ্গে সঙ্গেই স্থানীয়রা এগিয়ে এসে, গাড়ি থেকে সকলকে বার করার চেষ্টা করে। তাদের সাহায্যে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় অন্তত ১০ জনকে। তবে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪ জন। যার মধ্যে ছিল ৪ জন শিশু। জানা গিয়েছে তারা সকলেই রানিরহাট মোড়, মালবাজারের ডামডিম এবং ময়নাগুড়ির চূড়াভাণ্ডার অঞ্চলের বাসিন্দা।
পুলিশ সূত্রে খরব, ধূপগুড়ির ময়নাতলি এলাকার বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বরপক্ষের আত্মীয়রা। তখন প্রায় রাত সাড়ে ৯ টা। সেইসময় ধূপগুড়ি জলঢাকা ব্রিজের কাছ দিয়ে সঠিক পথ ধরেই পাথরবোঝাই ডাম্পার ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। কিন্তু উল্টো দিক থেকে আসছিল বরপক্ষের গাড়ি।
মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের নীচে চাপা পড়ে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যান। যার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে বিয়ে বাড়ির আনন্দের পরিবেশে মুহূর্তের মধ্যে নেমে আসে শোকের ছায়া।