চালককে খেতে বসিয়ে টোটো নিয়ে চম্পট যাত্রীর! দিনহাটায় অভিনব চুরি দেখে মাথায় হাত সবার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কোচবিহারের দিনহাটায় ঘটে গেল অভিনব টোটো চুরির ঘটনা। টোটো চালককে হোটেলে খেতে বসিয়ে টোটো নিয়ে চম্পট দিল যাত্রী। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। প্রকাশ্যে এইরকম ভাবে টোটো চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। টোটাল চালক এই বিষয়টি নিয়ে স্থানীয় দিনহাটা মহকুমা থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কিভাবে এক যাত্রী টোটো চুরি করে পালালেন সেই নিয়ে উঠছে হাজারো প্রশ্ন।

স্থানীয় সূত্রে খবর, টোটোচালক আবুসামা মিয়াঁ কোচবিহারের সিতাই ব্লকের অন্তর্গত বাজিচাতরা গ্রামের বাসিন্দা। আবুসামা মিয়াঁ দীর্ঘদিন ধরে ওই এলাকায় টোটো চালাচ্ছেন। বৃহস্পতিবার সকালে সিতাইয়ের নেতাজি বাজারে টোটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। তিনি অপেক্ষা করছিলেন নতুন যাত্রীর। এমন সময় এক অজ্ঞাত পরিচয় এর ব্যক্তি এসে জানান যে তিনি টোটো করে দিনহাটা ঘুরে দেখতে চান।

এরপর সারাদিন ওই যাত্রী টোটো করে ঘুরে বেড়ান। রাতে পেটলা বাজারে পৌঁছে ওই যাত্রী টোটো চালককে হোটেলে কিছু খাওয়ার পরামর্শ দেন। এরপর ওই যাত্রী আবুসামা মিয়াঁকে নিয়ে একটি ভাতের হোটেলে প্রবেশ করেন। আবুসামা মিয়াঁকে খেতে বসিয়ে ওই যাত্রী আবদার করেন যে তিনি একটু টোটো চালিয়ে দেখতে চান। সরল মনে আবুসামা মিয়াঁ ওই যাত্রীকে টোটোর চাবি দিয়ে দেন। এরপরই ওই অজ্ঞাত পরিচয়ের যাত্রী টোটো নিয়ে চম্পট দেন।

টোটো চালক আবুসামা মিয়াঁর কথায়, “এইরকম ব্যাপার ঘটবে আমি আন্দাজ করতে পারিনি। টোটো চুরি যাওয়ায় আমি অবাক।” টোটো চালক আবুসামা মিয়াঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X