দুর্গাপুজোয় এবারেও প্রত্যেক পুজোকমিটিকে দেওয়া হবে ৫০ হাজার টাকা, সঙ্গে একাধিক ছাড়ের ঘোষণা নবান্নের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই বছর ঘুরে চলে এল বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (durga puja) মরশুম। এই পরিস্থিতিতেও গতবারের ন্যায় এবারেও পুজোকমিটি গুলোকে আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মুখ্যমন্ত্রীর হয়ে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

মঙ্গলবার নেতাজি ইনডোরে পুজো কমিটিগুলির বৈঠকে রাজ্যের মুখ্যসচিব ঘোষণা করেন, ‘গত বছর করোনার কারণে অনেক পুজো কমিটি কোন স্পনসর পায়নি। আর এবছরও করোনা আবহ থাকার কারণে প্রায় একই অবস্থা দেখা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আগে থাকতেই নেওয়া সিদ্ধান্ত আমি পড়ে শোনাচ্ছি’।

durga corona mask

তিনি বলেন, ‘দুর্গাপুজোর প্রসঙ্গে গতবছর পুজোকমিটিগুলোকে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, এবারেও ঠিক তাই তাই দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রত্যকে পুজোকমিটিকে দেওয়া হবে ৫০ হাজার টাকা। পাশাপাশি দমকল এবং বিদ্যুতের লাইসেন্স কিছুই লাগবে না পুজো করার জন্য। আবার বিদ্যুতের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ বিল মুকুব করা হচ্ছে। তবে পুজোর পরে স্কুল কলেজ খোলার বিষয়ে ভাবা হবে’।

করোনা আবহে আয়োজিত পুজোর ক্ষেত্রে করোনা বিধিনিষেধ মেনে চলার কথাও বলা হয়েছে। মুখ্যসচিব জানান, ‘করোনা বিধিনিষেধ মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যবে, কেরলের মত অবস্থা হতে পারে। তাই সর্বদা সতর্ক থাকুন আর সাবধানে থাকুন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর