দেশের জার্সিতে গোলের সেঞ্চুরির হাতছানি রোনাল্ডোর সামনে, ভাবাচ্ছে পায়ের চোট

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ফুটবলের বাইরে ছিলেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘদিন পর ক্লাব ফুটবল দিয়ে ফের মাঠে ফিরেছেন রোনাল্ডো। এবার আন্তর্জাতিক ফুটবলে ফেরার পালা রোনাল্ডোর। রোনাল্ডোকে দেশের জার্সি গায়ে মাঠে নামতে দেখার জন্য অপেক্ষা করছে কোটি কোটি রোনাল্ডো ভক্ত।

উয়েফা নেশনস কাপের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফেরার কথা ছিল রোনাল্ডোর। তবে এখন রোনাল্ডোর মাঠে নামা নিয়ে সংশয় দেখা দিয়েছে কারণ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন রোনাল্ডো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে দলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পায়ে চোট ভাবাচ্ছে পর্তুগিজ শিবিরকে।

217206516ff03dabd2a9cf2c1a45637684564d8992ff492b5e6c2684057e4fbc72b73f251

ম্যাচের আগে লিসবনে অনুশীলন করেছিল পুরো পর্তুগাল দল। এমনকি দলের সঙ্গে অনুশীলনেও যোগদান করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ ফুটবলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে রোনাল্ডোর ডান পায়ের বুড়ো আঙ্গুলে গুরুতর চোট লেগেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মাঠে নামানোর জন্য ইতিমধ্যে চিকিৎসকরা দ্রুত গতিতে চিকিৎসা শুরু করে দিয়েছেন। কিন্তু দেখে মনে হচ্ছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডো মাঠে নামার সম্ভাবনা কম।

অপরদিকে দেশের জার্সি গায়ে ইতিমধ্যে 99 টি গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর সামনে গোলের সেঞ্চুরি করার হাতছানি। তবে এই ম্যাচে যদি রোনাল্ডো না খেলতে পারেন তাহলে দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি করতে আরও অপেক্ষা করতে হবে রোনাল্ডোকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর