বাংলাহান্ট ডেস্ক : গোয়ার বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়া পক্ষান্তরে বিজেপিকে ভোট দেওয়ারই সমান। পানাজিতে একটি সাংবাদিক বৈঠকে এমনটিই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে জোট প্রসঙ্গে চিদাম্বরমকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি।
চলতি বছরেই গোয়ায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই সমুদ্র পাড়ের রাজ্যে নিজেদের ভীত পোক্ত করতে মরিয়া তৃণমূল। বিজেপিতে হারাতে কংগ্রেসের সঙ্গে হাতে হাত রেখেই চলতে চেয়েছিল ঘাসফুল শিবির। কিন্তু চেষ্টাতেও সাড়া মেলেনি উলটো দিক থেকে। এবার এই জোট বিতর্কের চাপান উতোরের মাঝেই চিদাম্বরমকে বিঁধলেন অভিষেক।
চিদাম্বরমকে সরাসরি এক হাত নিয়ে অভিষেক বলেন, ‘আপনি বলছেন জোটের ব্যাপারে আমরা কথা দিইনি। কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ডিসেম্বর মাসে আপনার বাড়িতে গিয়েছিলেন আমাদের ভাইস প্রেসিডেন্ট পবন বর্মা। সেখানে কংগ্রেস বলে জোট আমরা করতেই পারি, কিন্তু বিজেপিকে হারাতে আমরা নিজেরাই যথেষ্ট। অথচ আপনাদের ১৮ জন বিধায়কের মধ্যে ১৭ জনই দল ছেড়েছেন’। তিনি আরও বলেন, ‘বিজেপিকে হারাতে আমাদের থেকে বেশি উদ্যোগ আর কেউই নেয়নি। কিন্তু কংগ্রেসের দিক থেকে কোনো সাড়া পাইনি আমরা। কংগ্রেস এই দাবি করছে যে তৃণমূল কংগ্রেসের দল ভাঙাতে চাইছে। তাই যদি হত তাহলে পাঞ্জাবেও যেত তৃণমূল, কারণ সেখানে কংগ্রেসের সরকার।’
দেশের বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বড় মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, একথা অস্বীকার করছে কংগ্রেস, এমনটাও অভিযোগ করেন তিনি। বিগত বেশ কয়েক মাস ধরেই কংগ্রেসের দিকে জোটের হাত বাড়িয়েছিল তৃণমূল। এই প্রসঙ্গে মহুয়া মৈত্র জানিয়েছিলেন, বিজেপি বিরোধিতার জন্য যে কোনো দলের সঙ্গেই জোট করতে প্রস্তুত তৃণমূল। তবে এবার অভিষেকের এহেন মন্তব্যের পর একথা বেশ পরিষ্কার যে গোয়ায় ভোট যুদ্ধের ময়দানে একপ্রকার দূরাশাই তৃণমূল এবং কংগ্রেস জোটের সম্ভাবনা।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট