বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই গুজরাটে মর্মান্তিক সেতু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এছাড়া আহত বহু। সদ্য উদ্বোধন হওয়া এই সেতু ভেঙে পড়ার ঘটনা নিয়ে বিজেপিকে একহাত নিয়েছে দেশের প্রতিটি বিরোধী রাজনৈতিক দল। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও নিশানা করেছে বিজেপি ও নরেন্দ্র মোদিকে।
এবার সেতু বিপর্যয় নিয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু ভেঙে পড়ার ঘটনা নিয়ে নিশানা করলেন বিজেপিকে। তীব্র সমালোচনা করলেন গুজরাটের বিজেপি সরকারেরও। কিন্তু একটিবারের জন্যও নরেন্দ্র মোদিকে দোষারোপ করেননি তিনি।
সাংবাদিকদের এ বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি কিছু বলতে চাই না। ওটা ওনার রাজ্য।” নরেন্দ্র মোদির সম্পর্কে এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থান নিয়েছিলেন। গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
বিভিন্ন ঘটনায় রাজ্যের তৃণমূল নেতাদের হেনস্থার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কিন্তু সেই বারও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কোনো রকম কথা বলেননি।
বিভিন্ন বিষয় বিজেপি দলকে নিশানা করলেও সেইবার মুখ্যমন্ত্রী বলেছিলেন,”নরেন্দ্র মোদি সাহেব এই সকল বিষয়ে ঘটাচ্ছেন আমি বিশ্বাস করি না।” যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর ঝড় ওঠে রাজনৈতিক মহলে। এবার গুজরাটে সেতু বিপর্যয় নিয়ে পুরনো অবস্থানেই অনর থাকলেন মুখ্যমন্ত্রী।
সেতু বিপর্যয় নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের জীবনের দাম রাজনীতির থেকে অনেক বেশি। যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তাদের ক্ষমা কেন করা হবে? সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। দুর্গতদের পরিবারকে সঠিক সাহায্য করা হচ্ছে কিনা সেই বিষয়টি লক্ষ্য রাখা দরকার।”