গুজরাটে ভ্যালেন্টাইন্স ডে এর দিন স্কুলে পালন করতে হবে ‘মাতৃ-পিতৃ পূজন দিবস’, জারি হলো সরকারি নির্দেশ

ফেব্রুয়ারি বলতেই সবার মাথায় আসে প্রেমের মাস। বসন্তের আবহাওয়ায় যেন সবাই নিজেদের মতন মেতে ঊঠতে চায়। বিশেষত অল্প বয়েসের ছেলে মেয়েরা এইদিবন এর জন্যেই অপেক্ষা করে থাকে। রাস্তায় বেরোলেই হাতে হাত রেখে ঘুড়ে বেড়াতে দেকা যায় তরুন তরুনীদের ।

তবে এবার থেকে ১৪ ফেব্রুয়ারি ‘মনের মানুষ’-কে সময় দেওয়ার বদলে ভগবানের আসনে বসিয়ে পুজো করতে হবে মা-বাবাকে আর এমনটাই নির্দেশ রাজ্যের শিক্ষা দফতরের।অবাক হচ্ছেন ? ভাবছেন এরকম কি করে হতে পারে । প্রেমের দিন বাবা মাকে নিয়ে দেবতার আসনে বসে পুজো করতে হবে। তাহলে প্রেমের কি হবে? তবে এবার থেকে গুজরাতবাসীর কাছে ১৪ ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইনস ডে-র বদলে ‘মাত্রু পিত্রু পূজন দিবস’ হিসেবেই পালন করা হবে।

WhatsApp Image 2020 02 10 at 16.46.17

 

 

এই কথা শোনাতেই অনেকে ভাবতে বসবেন এর কারন কি কেন এরকম নিয়ম জারি করা হল । রাজ্যের শিক্ষা দফতরের যুক্তি, এই দিনটিতে দেশের ছেলে-মেয়েরা যা করে তা দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির বিরুদ্ধাচরণ করে। আর সথেকে বড় কথা আমাদের দেশে এইদিন পালন করার কথা তো নয়। কারন বিদেশে এই দিন প্রেমের দিন বলে মনে করা হয়।  ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন ‘মাত্রু পিত্রু পূজন দিবস’-র আয়োজন করতে হবে সব স্কুলকেই। সেই সঙ্গে  ইভেন্টের ছবি তুলেও পাঠাতে হবে সুরাতের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ্কে।

তাহলে তা দেশের সংস্কৃতি রক্ষা করার পাশাপাশি সবাইকে শিশুদের মনে ভালো দিকগুলি ফুটিয়ে তোলা হবে । নির্দেশিকায় সেকথাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আর তার পাশাপাশি  প্রত্যেক স্কুল কেও নাকি তা পালন করতে হবে। তাহলে ভবিষ্যতে তা দেশের পক্ষেই অত্যন্ত খারাপ হতে পারে আর তা দেশের যে নব প্রজন্ম তাদের মধ্যে একটা খারাপ আর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ছেলে মেয়েদের কথা ভেবে এবার অন্যরকম সিদ্ধান্ত নিতে চলেছে গুজরাট।

 

সম্পর্কিত খবর