বাংলাহান্ট ডেস্ক : নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি সর্ষের তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গোটা দেশ জুড়ে। সারাদেশে সরষের তেলের দাম ঘোরাফেরা করছে ১৫০ থেকে ১৮০ টাকা প্রতি লিটারে। তবে দেশের মধ্যে এই রাজ্য বেশ খানিকটা সস্তা করেছে সর্ষের তেলের দাম। লিটার প্রতি ৩৭ টাকা হ্রাস পেয়েছে সর্ষের তেলের দাম।
এরফলে বেশ স্বস্তি এসেছে সাধারণ মানুষের মধ্যে। হিমাচল প্রদেশ সরকার সরষের তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখানকার বাসিন্দারা মাত্র ১১০ টাকা প্রতি লিটারে সরষের তেল কিনতে পারবেন। শুক্রবার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, রেশন দোকানের মাধ্যমে সরকার ১১০ টাকা প্রতি লিটারে সর্ষের তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর কথায়, লিটার প্রতি ৩৭ টাকা কম দামে সরষের তেল কিনতে পারবেন রেশন কার্ডধারীরা। এতদিন পর্যন্ত এই রাজ্যে অন্ত্যোদয় আন্না যোজনার আওতায় APL অর্থাৎ দারিদ্র সীমার উপরে থাকা ব্যক্তিদের ১৪৭ টাকা লিটারে রেশন থেকে সরষের তেল দেওয়া হচ্ছিল।
তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সমাজের সকল শ্রেণীর মানুষেরা এখন থেকে নতুন এই সুবিধা ভোগ করতে পারবেন। ১৯,৭৪৭৯০ জন রেশন কার্ডধারীরা এই সুবিধা পাবেন। যদিও বাজারে খুচরো তেলের দাম কমতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে, ভোজ্য তেলের দাম কমতে চলেছে সারা দেশ জুড়ে।
ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফে জানানো হয়েছে দাম কমানোর নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত তেল কোম্পানিকে। বিশ্বব্যাপী তেলের দামের পতন দেখা গিয়েছে। সেই কারণ দেখিয়ে লিটার প্রতি ৮ থেকে ১০ টাকা দাম কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।