বিনা টিকিটে ট্রেন যাত্রা আটকাতে রেলের ক্যাম্প কোর্ট হাওড়া স্টেশনে! একদিনেই সংগ্রহ ২ লক্ষ টাকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বৈধ টিকিট কেটে যাতে যাত্রীরা রেল সফর করেন সেই ব্যাপারে আগেই পূর্ব রেল সতর্ক করেছিল। ইঙ্গিত দেওয়া হয়েছিল কড়া পদক্ষেপের। পূর্ব রেল জানায়, টিকিট চেকিং অভিযান যেকোনো সময় যেকোনো স্টেশনে চলতে পারে। এবার রেলের পক্ষ (Indian Railways) থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল বিনা টিকিটে রেল যাত্রা আটকাতে।

বিনা টিকিটে রেল সফর বন্ধ করতে পূর্ব রেল বারংবারই জনসচেতনতামূলক প্রচার চালাচ্ছে। এমনিতে ভারতীয় রেলের লোকাল ট্রেনে টিকিট ভাড়া অনেকটাই কম। মাত্র পাঁচ টাকা বা দশ টাকার টিকিট কাটলেই অতিক্রম করা যায় অনেকটা দূরত্ব। সড়কপথে বাসে সেই দূরত্ব অতিক্রম করতে ৫০ কিংবা ১০০ টাকা লাগে।

আরোও পড়ুন : টাকা নিয়ে বাইরের লোক বসাচ্ছে! রুদ্ধদ্বার বৈঠকে মন্ত্রী-আমলাদের ভর্ৎসনা মমতার, কোপে সুজিতও

কিন্তু এই পাঁচ বা দশ টাকার টিকিট কাটতে অনেক যাত্রীর অনিহা লক্ষ্য করা যায়। এর ফলে বিপুল পরিমান লোকসান হয় রেলের। বিনা টিকিটে রেল যাত্রা আটকাতে বৃহস্পতিবার পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশনে (Howrah) ব্যবস্থা করা হয়েছিল বিশেষ রেলওয়ে ক্যাম্প কোর্টের। রীতিমতো চিরুনি তল্লাশি করা হয় এদিন যাত্রীদের। তারপর বিনা টিকিটের যাত্রীদের ক্যাম্প কোর্টের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করানো হয়।

howrah station platform

 

বৃহস্পতিবার ৬১৬ জন টিকিট বিহীন যাত্রীকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। ভাড়া বাবদ তাদের থেকে আদায় করা হয় ২,০৯,১০০ টাকা। পূর্ব রেলের ধারণা এই ধরনের ক্যাম্প সংগঠিত হলে আগামী দিনে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এই ধরনের ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে ট্রেনের টিকিট কাটা ও লাগেজ বুকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X