দীর্ঘ ৮ বছরের প্রেম, বাঁধা বিঘ্ন পেরিয়ে পরিবারের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সমকামী দম্পতি

বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে ‘ভালোবাসা অন্ধ’। আর হায়দ্রাবাদের (hyderabad) এক অভিনব বিয়ে দেখে, যেন এই প্রবাদ বাক্যই স্বার্থকতা পেল। ৮ বছর ধরে প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হায়দ্রাবাদের এক সমকামী দম্পতি। এই বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরাও। ধুমধাম করেই নতুন জীবন শুরু করলেন সুপ্রিয় এবং অভয়।

Supriyo Abhoy 2

লোকের চোখ রাঙ্গানি, সমাজের কটু কথা সবকিছুকে উপেক্ষা করেই নতুন জীবনের পথে পা বাড়াল সুপ্রিয় এবং অভয়। কোন কিছুতেই কর্ণপাত করেননি এই নব দম্পতি। শুধুই তাদের ভালোবাসাকে যত্ন করে বাঁচিয়ে রেখেছিলেন নিজেদের মধ্যে। আর সেই ভালোবাসার জোরেই তাদের বিয়েতে সম্মতি দেয় তাদের পরিবার। আর তারপর সকলের আশির্বাদ নিয়েই নতুন জীবনের সূচনা করলেন সুপ্রিয় এবং অভয়।

https://twitter.com/ComradeShailen1/status/1472808634908172289?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1472808634908172289%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fgay-couple-ties-the-knot-at-an-all-smiles-ceremony-in-hyderabad%2F

মেহেন্দি, আর্শীবাদ, আংটিবদল থেকে শুরু করে টোপর-মালা পরিহিত অবস্থায় দুই পরিবারের উপস্থিতিতেই মহা ধুমধাম সহকারেই তারা নতুন জীবন শুরু করেন। প্রথমটায় নানা বাঁধা বিঘ্ন, আপত্তি থাকলেও, পরবর্তীতে সন্তানদের এই কঠিন ভালবাসার কাছে হার স্বীকার করে তাঁদের বিয়েতে হাসিমুখেই উপস্থিত হয় দুই পরিবারের লোকজন।

পেশায় হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউশনের শিক্ষক হলেন কলকাতার (Kolkata) বাসিন্দা সুপ্রিয় চক্রবর্তী। অন্যদিকে হায়দ্রাবাদের বাসিন্দা অভয় দং একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির একজন কর্মী। ছেলেবেলা থেকেই তারা দুজনেই অনুভব করেছিলেন, তাঁরা আর পাঁচটা ছেলদের মত নয়। তাঁরা মহিলা নয়, পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট।

Supriyo Abhoy 4

এইভাবে চলতে চলতে একদিন একটি অ্যাপের মাধ্যমে পরিচয় হয় সুপ্রিয় ও অভয়ের। তারপর তাঁদের মধ্যে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। তবে দু বাড়িতে প্রথমে তাঁদের এই ভালোবাসা মেনে না নিলেও, পরবর্তীতে সন্তানদের ভালবাসারই জয় হয়। দুই পরিবারের উপস্থিতিতে হায়দ্রাবাদে তাঁদের চারহাত এক হয়ে গেল।

Smita Hari

সম্পর্কিত খবর