বাগুইআটির ছায়া বীরভূমে! ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধার চৌপাহাড়ি জঙ্গলে

বাংলাহান্ট ডেস্ক : বাগুইআটি জোড়া খুনের স্মৃতি ফিরলো বীরভূমে। এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল। দেহ উদ্ধার চৌপাহাড়ি জঙ্গল থেকে। পুলিশ সূত্র মারফত জানা গেছে,বীরভূমের ইলামবাজার থানার চৌপাহাড়ি জঙ্গল থেকে রবিবার সকালে এক যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়েছে। পরে জানা যায় মৃত যুবকের নাম সৈয়দ সালাউদ্দিন।

সৈয়দ সালাউদ্দিনের পরিবারের থেকে জানা গেছে, সৈয়দ একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। সে তার বাড়িতে জানায় যে পিকনিকে যাবে। এরপর গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ সৈয়দের বাবার কাছে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। ফোনে বলা হয় যে তাদের ছেলেকে অপহরণ করা হয়েছে। এই ঘটনার পর আজ রবিবার সকালে পুলিশ সৈয়দের মৃতদেহ আবিষ্কার করে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই শেখ সলমন নামে সৈয়দের এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

   

এই ঘটনার প্রেক্ষিতে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন,”শনিবার রাতে দু লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মৃতের পরিবারের কাছে ফোন আসে। এরপর পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মৃতের ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে। আজ রবিবার সকালে চৌপাহাড়ি জঙ্গলে সৈয়দের লাশ পাওয়া যায়।”jpg 20220911 104839 0000

সালাউদ্দিনের পরিবারের তরফ থেকে অভিযোগ যে তাদের ছেলেকে অপহরণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতারও করেছে পুলিশ। ঠিক কি কারণে খুন করা হলো সৈয়দকে সেই ব্যাপারটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর