মালদ্বীপের জন্য বিরাট অংকের টাকা বরাদ্দ করলো ভারত সরকার, দেখে রেগে লাল চীন

বাংলাহান্ট ডেস্ক : তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট নিয়ে আশায় বুক বেঁধেছিলেন বহু দেশবাসী। তবে বাজেট পেশের পর অনেকেই হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি পেশ হওয়া বাজেটে মোদি সরকার বিভিন্ন দেশের জন্য একাধিক সাহায্যের কথা জানিয়েছে। সাম্প্রতিক অতীতে ভারত (India) ও মলদ্বীপের (Maldives) সম্পর্কে চির ধরার কথা সবারই জানা। তবে এই অবস্থাতেও ভারত ভুলল না পুরনো বন্ধু মলদ্বীপকে।

মলদ্বীপকে (Maldives) অর্থনৈতিক সাহায্য ভারতের (India)

গত মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করেছেন চলতি অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget)। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে তুলে ধরেন। এরমধ্যে ছিল ভারত যে দেশগুলিকে আর্থিক সহায়তা করে থাকে তার তালিকা। সেই তালিকায় একেবারে প্রথম স্থানে রয়েছে ভুটান। মলদ্বীপের (Maldives) সাথে বেশ কিছু বিষয়ে সংঘাত থাকলেও ভারত অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে এই দ্বীপরাষ্ট্রটির জন্যেও।

আরোও পড়ুন : TATA’ র এই নতুন গাড়ি দেখে হতবাক ক্রেতারা! যেমন মডেল তেমন ফিচার্স

বিদেশ মন্ত্রকের জন্য গতবছর যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছিল, এবছর তার অধিক টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে বিদেশ মন্ত্রকের জন্য বরাদ্দ করা হয়েছে ২২,১৫৫ কোটি টাকা। এই বাজেটে বিভিন্ন দেশকে আর্থিক সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। একটি হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত সরকার (Central Government) একাধিক দেশকে দিয়েছে ৬,৫৪১.৭৯ কোটি টাকা, যা ২০২৩-২৪ সালের বাজেটে বরাদ্দ ৫,৮৪৮.৫৮ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

Modi sent a special message to Mohamed Muizzu.

২০২৪-২৫ অর্থবর্ষে এক্ষেত্রে বাজেটে ধরা হয়েছে ৫,৬৬৭.৫৬ কোটি টাকা। এবছরের বাজেটে ভারত সরকার সব থেকে বেশি সাহায্য করতে চলেছে ভুটানকে। বাজেটে বলা হয়েছে ভুটানকে ২,০৬৮.৫৬ কোটি সাহায্য করা হবে। মোদি সরকার বাজেটে মলদ্বীপকে (Maldives) ৪০০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে। গত বছরও মলদ্বীপকে এই পরিমাণ আর্থিক সাহায্য করেছিল ভারত। তবে ৭৭০.৯০ কোটি টাকা বেশি ২০২৩-২০২৪ অর্থবর্ষের সংশোধিত বাজেটে দেখানো হয়েছিল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর