বিক্রি বাড়ল ৮২ শতাংশ! দেশজুড়ে দাপট দেখাচ্ছে বাজাজের এই ইলেকট্রিক স্কুটার, কিনলেই হবেন লাভবান

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) চাহিদা এখন আকাশছোঁয়া। যে হারে পেট্রোলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাতে অনেকেই নিজেদের বাহন হিসেবে বেছে নিচ্ছেন বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটারকে। পাশাপাশি খেয়াল করলে দেখা যাবে যে, দেশের সেরা ইলেক্ট্রিক স্কুটার নির্মাণকারী সংস্থাগুলির কেনাবেচার গ্রাফও ওঠানামা করছে উল্লেখযোগ্যভাবে।

ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) বিক্রি

পরিসংখ্যান বলছে, ওলা ইলেকট্রিক ভারতের (India) ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) বাজারে শীর্ষস্থান থেকে ফেব্রুয়ারি মাসে নেমে এসেছে চতুর্থে। শুধু তাই নয়, গত ফেব্রুয়ারি মাসে বছরে প্রায় ৭৫ শতাংশ কমেছে ওলার ইলেকট্রিক স্কুটার বিক্রি। অন্যদিকে, ভারতের বাজারে জনপ্রিয় চেতক মডেলের উপর ভিত্তি করে প্রথম স্থানে উঠে এসেছে বাজাজ অটো।

আরও পড়ুন : শুভশ্রীর থেকে পুরস্কার নিলেন মিমি, ‘দুষ্টু কোকিল’এ নাচ রাজ-ঘরণীর! হাওয়া ঘুরছে টলিউডে?

পরিসংখ্যান অনুযায়ী, বাজাজ অটোর পর ইলেকট্রিক স্কুটার বিক্রির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে টিভিএস মোটর। ইভি স্কুটার বিক্রির নিরিখে অ্যাথার এনার্জি রয়েছে তৃতীয় স্থানে। এরপরই একেবারে প্রথম স্থান থেকে চতুর্থ স্থানে নেমে এসেছে ওলা ইলেকট্রিক। পাশাপাশি ইলেকট্রিক স্কুটার বিক্রির নিরিখে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে অ্যাম্পিয়ার।

আরও পড়ুন : আত্মহত্যায় শীর্ষে কলকাতা মেট্রো! অবাক করা পরিসংখ্যান দিলেন রেলমন্ত্রী

এছাড়াও গত ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটার তালিকায় সেরা দশে রয়েছে হিরো ভিডা, পিওর ইভি, বিগাউস, কাইনেটিক এনার্জি এবং রিভোল্ট মোটরসের মতো সংস্থা। বার্ষিক ভিত্তিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাজাজ অটোর ইলেকট্রিক স্কুটার বিক্রি বৃদ্ধি পেয়েছে ৮২ শতাংশ।

পাশাপাশি, গত মাসে টিভিএস আইকিউবের বিক্রি বার্ষিক ২৮ শতাংশ এবং অ্যাথারের বিক্রি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে রিপোর্টে। এই একই সময়কালের মধ্যে অ্যাম্পিয়ারের ইলেকট্রিক টু হুইলার বিক্রি বৃদ্ধি পেয়েছে ৪৯ শতাংশ। পাশাপাশি বছরে ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে হিরো মোটোকর্পের ভিডা ব্র্যান্ডের বিক্রি।

In India electric scooter sell details.

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের সেরা ১০টি ইলেকট্রিক টু-হুইলার (Electric Scooter) কোনগুলি?

• বাজাজ ইলেকট্রিক স্কুটার – ২১,৩৮৯ ইউনিট।

• টিভিএস ইলেকট্রিক স্কুটার – ১৮,৭৬২ ইউনিট।

• অ্যাথার ইলেকট্রিক স্কুটার – ১১,৮০৭ ইউনিট।

• ওলা ইলেকট্রিক স্কুটার – ৮৬৪৭ ইউনিট।

• অ্যাম্পিয়ার ইলেকট্রিক টু-হুইলার – ৩৭০০ ইউনিট।

• হিরো ভিদা ইলেকট্রিক স্কুটার – ২৬৭৮ ইউনিট।

• পিওর ইভি ইলেকট্রিক টু-হুইলার – ১৫৬৬ ইউনিট।

• বিগাউস ইলেকট্রিক স্কুটার – ১২১৮ ইউনিট।

• কাইনেটিক ইলেকট্রিক টু-হুইলার – ৭৬৫ ইউনিট।

• রিভোল্ট ইলেকট্রিক বাইক – ৭৬০ ইউনিট।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর