বাংলাহান্ট ডেস্ক : কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা এখন গোটা বিশ্বজুড়েই। যেকোনও বিষয়ে অনুসন্ধানের জন্য আজকাল অনেকেরই পছন্দ চ্যাটজিপিটি বা গুগলের জেমিনাই-এর মতো এআই মডেল। এবার ইলন মাস্কের (Elon Musk) সংস্থা এক্সের কৃত্রিম মেধা ‘গ্রক’-এর বিরুদ্ধে উঠল হিন্দিতে গালিগালাজ করার অভিযোগ! যা নিয়ে তোলপাড় গোটা ভারত।
AI মডেল ‘গ্রক’ ইস্যুতে মাস্কের (Elon Musk) বক্তব্য
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক্সের অন্তর্ভুক্ত AI মডেল ‘গ্রক’-এর এমন অদ্ভুত কান্ডকারখানা নিয়ে প্রকাশ করে ‘কেন ইলন মাস্কের গ্রক ঝড় তুলেছে ভারতে’ শীর্ষক একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনের অংশটি এক্স কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করে তারসাথে যুক্ত করে দেন একটি হাসির ইমোজি।
আরও পড়ুন : সামরিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত! সহ্য হচ্ছে না পাকিস্তানের, পড়শি দেশের উড়ল ঘুম
এই পোস্টের মাধ্যমে মাস্ক কী ধরনের ইঙ্গিত দিতে চাইছেন, তা নিয়েই এখন চুলচেরা বিশ্লেষণে মেতে সোশ্যাল দুনিয়া। যদিও মাস্ক বা এক্স কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিয়ে কোনও মুখ খোলেনি। এলন মাস্কের সংস্থা ২০২৩ সালে তৈরি করে তাদের নিজস্ব AI মডেল ‘গ্রক’। পরবর্তীতে ‘গ্রক’কে জুড়ে দেওয়া হয় মাস্কের অধিকৃত এক্সের (পূর্বে টুইটার) সাথে।
আরও পড়ুন : ফের শুরু হইচই! এবার ঢাকায় সেনা জমায়েতের নির্দেশ, কোন ঝড় আসতে চলেছে বাংলাদেশে?
বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথেই ভারতেও (India) টেক প্রেমীদের কাছে অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে ‘গ্রক’। তবে সম্প্রতি একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, কোনও কিছুর বিষয়ে ‘গ্রক’-এ অনুসন্ধান চালালে হিন্দি শব্দ ব্যবহার করে অশ্লীল ও উস্কানিমূলক প্রতিক্রিয়া দিচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। সম্প্রতি এক ব্যবহারকারীর সাথে ‘গ্রক’ চ্যাটবটের একটি কথোপকথনের পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সেই পোস্টে দেখা যায় যে, ব্যবহারকারীদের হিন্দি শব্দে অকথ্য ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে এই AI। এরপর আরও বেশ কয়েকটি এই ধরনের অভিযোগ সামনে আসতেই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। সূত্রের খবর, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এক্সের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। তবে সরকারি একটি সূত্র বলছে, কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত ‘গ্রক’ বা এক্স কর্তৃপক্ষকে এই ধরনের নোটিশ পাঠানো হয়নি।