বাংলাহান্ট ডেস্ক : ভারতে ভয়ংকর আকার ধারণ করছে ডায়াবেটিস (Diabetes)। জীবন ধারার পরিবর্তন ও জেনেটিক কারণে প্রতিনিয়ত ভারতবর্ষে বৃদ্ধি পাচ্ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। সাধারণত রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেতে থাকলে তাকে ডায়াবেটিস বলা হয়। এছাড়াও এমন অনেক রোগী আছেন যাদের প্রাক ডায়াবেটিস রয়েছে।
এদের রক্তে শর্করার পরিমাণ বেশি কিন্তু টাইপ টু ডায়াবেটিস রোগীদের মতো উচ্চ নয়। সম্প্রতি ICMR এর ডায়াবেটিস নিয়ে প্রকাশ করা একটি রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ICMR এর সমীক্ষা অনুসারে, ২০১৯ সালের ৭০ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। বর্তমানে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে হয়েছে ১০১ মিলিয়ন।
সমীক্ষায় বলা হয়েছে, ভারতে ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অন্যদিকে, প্রাক ডায়াবেটিস রয়েছে ১৩.৬ কোটি লোকের। ভারতবর্ষে ১১.৪% লোক ডায়াবেটিক এবং ১৫.৩% লোক প্রি ডায়াবেটিক। এর অর্থ ভারতবর্ষের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং ৩৫.৪% লোকের রয়েছে উচ্চ রক্তচাপের সমস্যা।
প্রসঙ্গত এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কুড়ি বছর ও তার অধিক বয়সীদের। ICMR এর সমীক্ষা অনুযায়ী ভারতবর্ষের সবথেকে বেশি ডায়াবেটিস রোগী রয়েছে গোয়াতে (২৬.৪%)। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশের মতো যে রাজ্যগুলিতে ডায়াবেটিস রোগীর সংখ্যা কম রয়েছে সেই রাজ্যগুলিতে আগামী বছরগুলিতে ‘ডায়াবেটিস বিস্ফোরণ’ দেখা দিতে পারে।
অপরদিকে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, যে সমস্ত জায়গায় ডায়াবেটিক রোগীর সংখ্যা কম সেই সমস্ত জায়গায় প্রি ডায়াবেটিক রোগীর সংখ্যা অনেকটাই বেশি। এর অর্থ আগামী দিনে সেই সব জায়গাতেও বাড়তে চলেছে ডায়াবেটিক রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, প্রি ডায়াবেটিক রোগীদের এক তৃতীয় অংশ রোগীরা আগামী দিনে ডায়াবেটিকে পরিণত হবে।