জানেন ভারতের কোন রাজ্যে রয়েছে সবথেকে বেশি সংখ্যক স্টেশন? চমকে যাবেন স্টেটের নামটা শুনলে

বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে ভারতের (India) পরিবহণ ক্ষেত্রে অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে রেল ব্যবস্থা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ভারতীয় রেলের (Indian Railways) বিস্তৃতি সমৃদ্ধ করেছে গোটা দেশকে। উচ্চবিত্ত থেকে সাধারণ নিম্নবিত্ত, সর্বশ্রেণীর মানুষের যাতায়াতের  ভরসার অন্যতম নাম ভারতীয় রেল।

ভারতে (India) সবচেয়ে বেশি স্টেশন আছে এই রাজ্যে

বাণিজ্যের সুবিধার্থে কয়েক শত বছর আগে ভারতে (India) রেল ব্যবস্থা চালু করে ব্রিটিশরা। তবে কালের নিয়মে রেল ব্যবস্থা হয়ে উঠেছে প্রত্যেক সাধারণ নাগরিকের অপরিহার্য পরিবহণ মাধ্যম।সুপ্রাচীন ভারতীয় রেলের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রয়েছে ইতিহাস। বিভিন্ন প্রতিবেদনে আমরা ভারতীয় রেলের (Indian Railways) নানান দিক সম্পর্কে আপনাদের জানিয়ে থাকি।

আরোও পড়ুন : অকাল বন্যায় জলের তলায় চাষের জমি! রাতারাতি বড় সিদ্ধান্ত রাজ্যের

আজ আপনাদের জানাতে চলেছে ভারতীয় রেলের এমন একটি দিক সম্পর্কে যা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। ভারতবাসীদের কাছে ইন্ডিয়ান রেলওয়ে পরিচিত লাইফ লাইন হিসেবে। সারাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন রেল ব্যবস্থাকে। বর্তমানে ভারতীয় রেলে কর্মরত রয়েছেন ১২ লক্ষেরও বেশি কর্মী।

আরোও পড়ুন : স্বামীর বিরুদ্ধে অত্যাচারের মামলায় বড় নির্দেশ! সুপ্রিম-সিদ্ধান্তে তোলপাড় দেশ

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে গোটা দেশে ভারতীয় রেলের রয়েছে ৭ হাজারটিরও বেশি স্টেশন। তবে বলতে পারবেন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক স্টেশন (Railway Station) রয়েছে ভারতীয় রেলের? এই প্রশ্নের উত্তর হয়ত অনেকেই জানেন না। নিছক কৌতূহল বশে হোক, কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য হোক, এমন প্রশ্নের উত্তর জানতে কম বেশি সকলেই আগ্রহী।

In India Indian Railways maximum station state

জানা যায়, ভারতীয় রেলের সবথেকে বেশি সংখ্যক স্টেশন রয়েছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। প্রায় ৫৫০টি স্টেশন রয়েছে এই রাজ্যে, যার মধ্যে উত্তর-মধ্য রেলের আওতায় রয়েছে ২৩০টি স্টেশন। একই সাথে, উত্তর-পূর্ব রেলের অধীনে রয়েছে ১৭০ টির বেশি স্টেশন। উত্তরপ্রদেশের সবথেকে বৃহত্তম রেল স্টেশন গোরখপুর। এমনকি এই স্টেশনটি অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বের বৃহত্তম প্ল্যাটফর্ম সহ রেলওয়ে স্টেশনের তালিকাতেও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর