ক্যাশলেস চিকিৎসার অনুমোদন মিলবে মাত্র ১ ঘন্টাতেই! বড় পরিবর্তন মেডিক্লেমের ক্ষেত্রেও

বাংলাহান্ট ডেস্ক : আপনার কি স্বাস্থ্যবিমা (Mediclaim) রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে স্বাস্থ্যবিমার ক্ষেত্রে। এই নিয়ম পরিবর্তন সম্পর্কে জানিয়েছে বিমা নিয়ামক সংস্থা আইআরডিএআই। নতুন নিয়মে বলা হয়েছে, স্বাস্থ্যবিমায় ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে কিনা তা এক ঘন্টার মধ্যেই জানাতে হবে।

আগে বেশ কয়েকদিন লেগে যেত এই অনুমোদন পেতে। তবে নতুন নিয়ম অনুযায়ী, আবেদন করার এক ঘন্টার মধ্যেই আবেদনকারীকে সংস্থা জানিয়ে দেবে যে চিকিৎসার জন্য ক্যাশলেস পরিষেবা দেওয়া হবে কিনা। ভারতের (India) বিশেষজ্ঞরা প্রায়ই বলে আসেন প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যবিমা থাকা অত্যন্ত প্রয়োজনীয়।

   

আরোও পড়ুন : আমজনতার জন্য খুলছে নতুন এক্সপ্রেসওয়ে, এবার দিল্লি টু দেরাদুন পৌঁছবেন মাত্র ২.৩০ ঘন্টায়

বিশেষ করে করোনা পরবর্তী সময়ে ভারতে বেড়েছে স্বাস্থ্যবিমার চাহিদা। তবে দীর্ঘদিন ধরেই বহু গ্রাহকের বিমার পলিসি বা ক্লেম সংক্রান্ত প্রচুর অভিযোগ রয়েছে। বিমা নিয়ন্ত্রক সংস্থা গ্রাহকদের স্বার্থে তাই এবার বড় সিদ্ধান্ত নিল। মাস্টার সার্কুলার জারি করে বিমাকৃত ব্যক্তির স্বার্থ রক্ষায় এক নজিরবিহীন পদক্ষেপ বলাই চলে।

আরোও পড়ুন : পর্ণার স্মৃতি হারানোর গল্পে টপার নিম ফুলের মধু! দ্বিতীয় স্থানে রইল কে? নয়া চমক TRP লিস্টে

আইআরডিএ স্পষ্ট ভাবে বিমা সংস্থাগুলিকে জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর কোনও রোগী যদি ক্যাশলেস চিকিৎসার আবেদন করেন, তাহলে বিমা সংস্থাকে এক ঘণ্টার মধ্যে জানিয়ে দিতে হবে যে সেই আবেদন অনুমোদন করা হবে কিনা। স্বাস্থ্যবিমার ক্লেম সংক্রান্ত নিয়মেও বড় পরিবর্তন এনেছে আইআরডিএআই। নতুন নিয়মে বলা হয়েছে, হাসপাতাল থেকে রোগীর ডিসচার্জ হওয়ার পর চূড়ান্ত অনুমোদন দিয়ে দিতে হবে বিমার ক্লেমের তিন ঘন্টার মধ্যে।

health insurance

ক্যাশলেস বিমার অনুমোদনের আপডেট যদি ৬০ মিনিটের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে রোগীর পরিবার অনেকটাই আশ্বস্ত হতে পারবে। সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার পর অতিরিক্ত টাকা জোগাড়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে রোগীর পরিবার। এছাড়াও রোগী ডিসচার্জ হওয়ার তিন ঘন্টার মধ্যে ক্লেম নিষ্পত্তি করা হলে হাসপাতালগুলির স্বার্থও রক্ষা পাবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর