ভারতে প্রার্থনায় হামলা হয় না, এটা শুধু পাকিস্তানেই সম্ভব! আক্ষেপ পাক প্রতিরক্ষা মন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : সোমবার দুপুরে পেশোয়ারের (Peshawar) মসজিদে নমাজ চলাকালীন ভয়াবহ আত্মঘাতী হামলা চলে। এই হামলায় এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওই ঘটনায় এবার তীব্র ক্ষোভপ্রকাশ খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের (Khwaja Asif)। তাঁর বিস্ফোরক স্বীকারক্তি, বিশ্বের কোথাও প্রার্থনার সময় হামলা হয় না। ভারতেও হয় না। এমনটা শুধুনাত্র পাকিস্তানেই (Pakistan) সম্ভব। পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যে চরম বিপাকে পড়েছে শাহবাজ শরিফ সরকার (Shahbaz Sharif Government)।

ভারত, আমেরিকার মতো দেশগুলি দীর্ঘদিন ধরেই বলে আসছে, পাকিস্তান হল সন্ত্রাসের (Terrorism) আঁতুরঘর। বিরোধী আন্তর্জাতিক কূটনীতির সেই দাবিকে শেষ পর্যন্ত মেনে নিলেন পাক মন্ত্রী। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, পেশোয়ারের মসজিদে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ। তিনি বলেন, ‘প্রার্থনার সময় হামলা ভারতে বা ইজরায়েলে হয় না। কিন্তু পাকিস্তানে তা হয়।’ এদিন এরপরই সন্ত্রাসের বিরুদ্ধে পাক সরকারের লড়াইয়ের কথাও তুলে আনেন তিনি। তিনি দাবি করেন, সোয়াট উপত্যকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল পাকিস্তান পিপল’স পার্টি (PPP)-র আমলে। যা শেষ হয় পাকিস্তান মুসলিম লিগ-এর সময়কালে।

   

pakistan 4

পাক প্রতিরক্ষা মন্ত্রী এদিন জানান, সেই সময় সোয়াট উপত্যকা থেকে করাচি পর্যন্ত সম্পূর্ণ শান্তি বজায় থাকত। তিনি বলেন, ‘গত দেড় থেকে দু’বছর আগে আমাদের দু’তিন বার বলা হয়েছে, জঙ্গিদের সঙ্গে আলোচনা চালাতে। আলোচনা করেই জঙ্গিদের শান্তির পথে আনা যাবে।’ পাক মন্ত্রীর বিস্ফোরক স্বীকারক্তি, ‘আমি সংক্ষেপে বলতে চাই, আমারাই সন্ত্রাসবাদের বীজ বপন করেছি দীর্ঘদিন ধরে।’

সোমবার দুপুরে পেশোয়ারের মসজিদে হামলায় এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করেছে পাক প্রশাসন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অনেকেই। বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর