একী অবস্থা! এত্ত বেশি প্রজননের হার! এই ৫ রাজ্যের অবস্থা দেখে মাথায় হাত কেন্দ্রের! বাংলা নেই তো?

বাংলাহান্ট ডেস্ক : রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল-কলেজ, রেশন দোকান থেকে শুরু করে সরকারি অফিস, দু চোখ যেদিকে যায় শুধু কালো মাথার ভিড়। আমাদের দেশে এটাই অত্যন্ত স্বাভাবিক ও পরিচিত চিত্র। তার একটাই কারণ বিপুল হারে জনসংখ্যা বৃদ্ধি। অনেক আগেই চীনকে ছাপিয়ে ভারত (India) হয়ে উঠেছে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ।

জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ভারতের (India) রাজ্যগুলোর অবস্থা

তবে জনসংখ্যা নিয়ন্ত্রণে এখনো ভারত সরকারের (Central Government) পক্ষ থেকে সেই ভাবে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি রিপোর্ট। এই রিপোর্টে বলা হয়েছে দেশের ৩১ টি রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেষ্ট হলেও, জনসংখ্যার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দেশের পাঁচটি রাজ্যে (States)।

   

আরোও পড়ুন : শুধু সরকারি নয়, বেসরকারি কর্মীদের জন্যও ‘সুখবর’! কেন্দ্রের এই উদ্যোগে খুশির হাওয়া দেশে

স্বাস্থ্য মন্ত্রকের দাবি, দেশের (India) যে পাঁচটি রাজ্যে ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার মধ্যে সবার প্রথমে রয়েছে বিহার। বিহারে প্রজনন হার ৩ শতাংশ। এরপরই রয়েছে যথাক্রমে মেঘালয় (২.৯), উত্তরপ্রদেশ (২.৪), ঝাড়খণ্ড (২.৩) ও মণিপুর (২.২)। প্রসঙ্গত, ভারতের মতো দেশে ২.১ শতাংশ হারকে প্রজননের স্বাভাবিক হার হিসেবে ধরা হয়।

আরোও পড়ুন: এবার বাজারে উঠবে ঝড়! প্রতীক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হতে চলেছে Tata Curvv EV, সামনে এল দিনক্ষণ

তার থেকে কমে গেলে দেশে যুবসমাজের থেকে বৃদ্ধি পেয়ে যায় বৃদ্ধের সংখ্যা। বিশ্ব জনসংখ্যা দিবসে (World Population Day) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই আবহে জানিয়েছেন, যেসব রাজ্যে জনসংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে সেখানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিকিম, গোয়া, লাদাখ, লাক্ষাদ্বীপ ও চন্ডীগড়ের মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রজননের হারের নিরিখে রয়েছে নিচের সারিতে।

রিপোর্টে বলা হয়েছে সিকিমে জন্মহার মাত্র ২.১ শতাংশ, গোয়াতে ১.৩ শতাংশ। তবে ভয় নেই বাংলাকে (West Bengal) নিয়ে। জে পি নাড্ডা জানিয়েছেন, দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হলেই বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করা যাবে। সেটা তখন সম্ভব হবে যখন ছোট পরিবার হবে। অন্যদিকে, রাষ্ট্রসংঘ ভারতের (India) জনবিস্ফোরণ নিয়ে গত বৃহস্পতিবার একটি রিপোর্ট সামনে এনেছে।

Apart from India, every country in the world has declining population.

এখানে বলা হয়েছে ভারতের (India) জনসংখ্যা ১৭০ কোটিতে পৌঁছাবে ২০৭০ সাল নাগাদ। তারপর ভারতের জনসংখ্যা (Population) কমতে শুরু করবে। ভারতের পাশাপাশি এই ট্রেন্ড গোটা বিশ্বে লক্ষ্য করা যাবে। গোটা বিশ্বের জনসংখ্যা ১০০০ কোটি ছাড়িয়ে যাবে ২০৮০ সাল নাগাদ। তারপর তা কমতে শুরু করবে। যদিও ২১০০ সালেও বিশ্বের সবথেকে জনবহুল দেশ থাকবে ভারতই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর