জানেন না অনেকেই! এগুলিই হল দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ, তালিকায় রয়েছে বড় চমক

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) বিভিন্ন প্রান্ত জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ (Medical College)। এবার দেশের শিক্ষা মন্ত্রকের তরফে প্রকাশ করা হল ভারতের সেরা ১০ টি মেডিকেল কলেজের তালিকা। অন্যান্য বছরের মতো এবছরও সেরা মেডিকেল কলেজের তালিকার শীর্ষে রয়েছে দিল্লির এইমস। এই নিয়ে একটানা ৭ বছর নিজেদের শীর্ষস্থান বজায় রাখল দেশের প্রখ্যাত মেডিকেল কলেজটি।

ভারতের (India) সব নামকরা মেডিকেল কলেজ

এমনকি ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) যে তালিকা প্রকাশ করেছে তাতে রয়েছে একাধিক চমক। ভারতের (India) বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং ফার্মেসি ইনস্টিটিউটের মানদণ্ড নির্ণয়ের জন্য সূচনা হয় এনআইআরএফ সংস্থার। এখানে সরকারের তরফে বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে র‍্যাঙ্কিং (Ranking) প্রদান করা হয় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে।

এক নজরে দেশের (India) সেরা ১০ টি মেডিকেল প্রতিষ্ঠান:

১. তালিকার প্রথমেই রয়েছে  অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, দিল্লি। বার্ষিক মাত্র ১৬০০-১৭০০ টাকায় পড়াশোনা করা যায় এই প্রতিষ্ঠানে।

২. পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ জায়গা করে নিয়েছে দ্বিতীয় সেরা মেডিকেল কলেজ হিসাবে। ৩ বছর এই প্রতিষ্ঠানে মেডিকেল পড়ার খরচ মাত্র ৭১০০ টাকা।

৩. ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ দেশের অন্যতম সেরা মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষিণ ভারতের এই মেডিকেল কলেজের ফি বছরে ৫২ হাজার টাকা।

আরোও পড়ুন : ফল ঘোষণার ১০ দিন পর নেওয়া হল সিদ্ধান্ত! দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা

৪. ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, বেঙ্গালুরুতে পড়াশোনা করতে পড়ুয়াদের বছরে খরচ হয় ৫৬ হাজার টাকা।

৫. জওহরলাল ইনস্টিটিউট অফ স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা তালিকার পঞ্চম স্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানে মেডিকেল পড়ার খরচ ৭,০০০-৩০,০০০ টাকা।

৬. দেশের ষষ্ঠ সেরা মেডিকেল প্রতিষ্ঠান সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। এখানে বাৎসরিক ৫১ হাজার টাকা ফি ধার্য হয় পড়ুয়াদের জন্য।

আরোও পড়ুন : একী কাণ্ড! এবার ভারত-বাংলাদেশের মধ্যে “এন্ট্রি” নেবে চিন? তলে তলে হচ্ছে কী প্ল্যান?

৭. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বছরে মাত্র ১,৩৪,০০০ টাকার বিনিময়ে ডাক্তারি পড়ার সুযোগ পান পড়ুয়ারা।

৮. অমৃত বিশ্ব বিদ্যাপীঠম দেশের সেরা মেডিকেল প্রতিষ্ঠানের তালিকায় অষ্টম স্থানে রয়েছে।

In India top 10 medical college sc

৯. কস্তুরবা মেডিকেল কলেজ, মনিপালে ডাক্তারি বিদ্যা পড়ার জন্য প্রতিবছর খরচ হয় মাত্র ১,২৩,০০ টাকা।

১০. মাদ্রাজ মেডিকেল কলেজ এবং সরকারি জেনারেল হাসপাতাল, চেন্নাই দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজ। এই প্রতিষ্ঠানে ডাক্তারি পড়তে পড়ুয়াদের ৪৭,০০০ টাকা থেকে ১,৪৬,৯৫৫ টাকা ফি প্রদান করতে হয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর