বাংলাহান্ট ডেস্ক : দেশে (India) পুরুষদের পাশাপাশি মহিলাদের মধ্যেও বাড়ছে মদ্যপানের প্রবণতা। পারিবারিক অনুষ্ঠান হোক কিংবা অফিস পার্টি, সর্ব ক্ষেত্রেই সাময়িক আনন্দের জন্য মদ্যপান খুব সাধারণ রেওয়াজ হয়ে উঠেছে আজকাল। তবে ভারতের (India) কোন রাজ্যের মহিলারা সব থেকে বেশি মদ্যপান (Drink) করেন জানেন?
ভারতে (India) মহিলাদের মদ্যপান
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি সমীক্ষায় পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষার রিপোর্ট বলছে, গোটা দেশের মধ্যে সবথেকে বেশি মহিলা মদ্যপায়ী রয়েছেন অসমে। ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে মদ্যপানের জাতীয় গড় ১.২%। তবে সমীক্ষার ফলাফলে দেখা গেছে, অসমে মহিলাদের মধ্যে মদ্যপানের হার ১৬.৫%, যা জাতীয় গড়ের থেকে অনেকটাই বেশি।
আরোও পড়ুন : বহিরাগত ঠেকাতে বিশেষ আই কার্ড চালু করল NRS মেডিক্যাল! কাজ করবে কীভাবে?
অসমের পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘালয়। উত্তর-পূর্বের এই রাজ্যে মহিলাদের মধ্যে মদ্যপানের হার ৮.৭%। মহিলাদের (Women) মধ্যে মদ্যপানের ক্ষেত্রে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে অরুণাচল প্রদেশ। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যের মহিলাদের মধ্যে মদ্যপানের হার ৩.৩% ।
আরোও পড়ুন : এবার স্কুল পাশ করেই শুরু করুন চিকিৎসা! অবাক লাগছে? মাত্র ৬ মাসের এই কোর্স করলেই বাজিমাত
এই সমীক্ষায় দেখা গেছে, পুরুষদের ক্ষেত্রেও মদ্যপানের হার সব থেকে বেশি অরুণাচল প্রদেশে। সমীক্ষায় রিপোর্ট অনুযায়ী, অরুণাচল প্রদেশের ৫৯% পুরুষ নিয়মিত মদ্যপান করেন। সিকিম এবং ছত্তিশগড়ে মহিলাদের মধ্যে মদ্যপানে হার যথাক্রমে ০.৩% এবং ০.২%। আগের তুলনায় ঝাড়খণ্ড এবং ত্রিপুরার মহিলাদের মধ্যে কমেছে মদ্যপানের হার।
এই দুই রাজ্যে মদ্যপান করেন যথাক্রমে ০.৩% এবং ০.৮% মহিলা, যা পূর্বের হার ৯.৯% এবং ৯.৬% থেকে উল্লেখযোগ্যভাবে কম। বড় বড় কর্পোরেট সংস্থার জন্য বিখ্যাত মহারাষ্ট্র, দিল্লি এবং কর্ণাটকের মতো রাজ্যগুলি আশ্চর্যজনক ভাবে এই তালিকায় খুব একটা ‘সুবিধাজনক’ ফল করতে পারেনি। বড় বড় মেট্রো শহরগুলির তুলনায় মহিলাদের মদ্যপানের (Alcohol) ক্ষেত্রে এগিয়ে রয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলি।