জঙ্গি দমনে এবার নারী শক্তি! কাশ্মীরে নতুন ইতিহাস তৈরি করতে চলেছে সিআরপিএফ

বাংলাহান্ট ডেস্ক : নারী শক্তির জয়জয়কার হবে উপত্যকায়। এবার প্রমীলা বাহিনীর নিযুক্তির কথা ভাবা হচ্ছে জম্মু ও কাশ্মীরের আধা সেনা বিভাগের জঙ্গি দমন শাখায়। এমনটাই জানিয়েছেন এক শীর্ষ আধা সেনা আধিকারিক। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে কাশ্মীরে তৈরি হবে নতুন ইতিহাস। ওই বাহিনীর সদস্যরা মূলত নিযুক্ত হবেন গুলির লড়াই চলাকালীন তল্লাশির কাজে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সিআরপিএফের শ্রীনগর সেক্টর এর ইন্সপেক্টর জেনারেল চারু সিনহা জানিয়েছেন, চিন্তাভাবনা করা হচ্ছে এই বিষয়টিকে নিয়ে। এমন পরিকল্পনা কেন করা হলো হঠাৎ? আধিকারিকের কথায়, যখন কোন জায়গায় পুরুষ প্রধান নিরাপত্তা বাহিনী তল্লাশি চালান সেখানে উপস্থিত মহিলারা সমস্যায় পড়েন। সেই সমস্যার সমাধান করার জন্যই এমন ভাবনা চিন্তা।

চারু সিনহা আরও জানান, ” এর আগে কখনও ভাবনা চিন্তা করা হয়নি এই বিষয়টি নিয়ে। কিন্তু বর্তমানে নিয়মিতভাবে হচ্ছে সন্ত্রাস দমন অভিযান। মহিলারাও থাকেন কাশ্মীরের সেইসব এলাকায়। আমার মনে হয় সেই সকল জায়গায় পুরুষ কর্মীদের পাঠানো উচিত নয়। তাই এই বিষয়টি বিবেচনা করে আমরা একটি সিদ্ধান্তে আসতে চাইছি।”crpf

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে (LoC) দেশের মহীয়সীদের দেখা গিয়েছিল নিরাপত্তার দায়িত্বে। মহিলাদের পোস্টিং দেওয়া হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া সাধনা পাসে। এসব অঞ্চলে প্রচুর স্থানীয় মহিলা থাকেন। পুরুষ সেনা কর্মীরা তাদের ঠিকমতো তল্লাশি করতে পারেন না। সন্ত্রাসবাদীরা সেই সুযোগকে কাজে লাগিয়ে বোরখার আড়ালে জাল টাকা, অস্ত্র, মাদক ইত্যাদি নিয়ে ভারতে প্রবেশ করে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর