নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনা-অ্যাম্বুলেন্স, জম্মু-কাশ্মীরে দুর্ঘটনার বলি ২ জওয়ান

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার দুর্ঘটনার কবলে সেনার গাড়ি। জওয়ানদের একটি অ্যাম্বুলেন্স এবার পড়ে গেল খাদে। জম্মু-কাশ্মীরের রাজৌরি (Rajouri) জেলায় শনিবার এই দুর্ঘটনার ফলে প্রাণ হারিয়েছেন দুই সেনা। এছাড়াও তিনজন সেনা গুরুতর আহত হয়ে ভর্তি আছেন হাসপাতালে।

সেনা সূত্রের খবর জওয়ানদের এই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহত দুই জওয়ানের নাম সুধীর কুমার ও পরমবীর শর্মা। সুধীর কুমার বিহারের এবং পরমবীর শর্মা রাজৌরির বাসিন্দা। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত তিন জওয়ান।

প্রাথমিক তদন্তেও জানা গেছে যে জাওয়ানদের এই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়েই খাদে পড়ে যায়।
সূত্রের খবর, পাঁচ-ছয় জন জওয়ান এদিন অ্যাম্বুলেন্স করে যাচ্ছিলেন। এরপর রাজৌরি জেলার কেরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার (LAC) কাছে বাঁক নেওয়ার সময় গাড়িটি পড়ে যায় ২০০ ফুট গভীরে।

accident

এক জওয়ানের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এরপর তাদের উদ্ধার করতে যায় উদ্ধারকারী দল ও পুলিশ। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় আরো এক জওয়ানের। স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন দুই জওয়ান। জওয়ানদের মৃত্যু সংবাদ যেন উস্কে দিচ্ছে গত ডিসেম্বরে উত্তর সিকিমে সেনা-জওয়ানদের গাড়ি উল্টে যাওয়ার স্মৃতিকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর