বাংলা হান্ট ডেস্ক: গত বুধবার সন্ধ্যে নাগাদ যখন সোনার দাম (Gold Price) ৬০,০০০ টাকার গন্ডি ছাড়িয়ে গিয়েছিল, তখন কেউ বিশ্বাস করতে পারেনি যে মাত্র ২৪ ঘন্টারও কম সময়ে ওই দাম কমবে। বৃহস্পতিবার সকালে বাজার খোলার সাথে সাথেই সোনার দামে ৩৫০ টাকার পতন ঘটে। এদিকে, ট্রেডিং সেশনে সোনা একবার ৬০,০০০ টাকার স্তরে পৌঁছেছিল, কিন্তু পরে তা নেমে আসে।
বিশেষজ্ঞদের মতে, স্বর্ণ বিনিয়োগকারীদের তরফে সামান্য মুনাফা উশুল হয়েছে। যার কারণে এই দামে কিছুটা পতন দেখা যাচ্ছে। তবে ইজরায়েল-হামাস যুদ্ধের প্রভাব এখনও রয়ে গেছে। পশ্চিমী নেতাদের ক্রমাগত বিবৃতির কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনাও বাড়ছে। ফলে, মাঝে মাঝে সোনার দাম বাড়তে পারে।
ভারতে সোনা হল সস্তা: মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামে সামান্য পতন পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টা নাগাদ সোনার দাম ১০৮ টাকা কমে প্রতি দশ গ্রামে ৫৯,৯৬৫ টাকায় ট্রেড হয়েছে। এদিকে, একদিন আগেও সোনার দাম ৬০,০০০ টাকা ছাড়িয়েছিল।
আরও পড়ুন: একদম সস্তায় সফর হবে RapidX-এ! সামনে এল ভাড়ার তালিকা, কবে থেকে শুরু এই ট্রেন?
রুপোও হয়েছে সস্তা: অন্যদিকে রুপোর দামেও সামান্য পতন দেখা গেছে। তথ্য অনুসারে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম প্রতি কেজিতে ৭৬ টাকা কমে ৭১,৮১৯ টাকায় লেনদেন হচ্ছে। তবে, আজ ট্রেডিং সেশনে, রুপো ৭২,০০০ টাকার স্তর অতিক্রম করেছে এবং দাম প্রতি কেজিতে ৭২,২০০ টাকায় পৌঁছেছে। যদিও,আজ সকালে রুপোর দাম কিছুটা কমে ৭১,৮০১ টাকা পতনের সাথে খুলেছিল।
আরও পড়ুন: ভারতীয় সেনায় বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি! এইভাবে করুন আবেদন
বিদেশি বাজারেও মন্দা: উল্লেখ্য যে, বিদেশের বাজারেও সোনার দাম কমতে দেখা যাচ্ছে। তথ্য অনুযায়ী, নিউইয়র্কের কমেক্স মার্কেটে প্রতি আউন্সে গোল্ড ফিউচার ৫.৫০ ডলার কমে ১,৯৬২.৮০ ডলারে লেনদেন হচ্ছে। যেখানে গোল্ড স্পটের দাম আউন্স প্রতি ৩.৩২ ডলারের সামান্য বৃদ্ধির সাথে ১,৯৫০.৮৭ ডলারে লেনদেন হচ্ছে। এদিকে, সিলভার ফিউচার আউন্স ফ্ল্যাট প্রতি ডলারে ২৩.০৬ ডলারে ট্রেড করছে এবং সিলভার স্পট প্রতি আউন্সে ট্রেড করছে ২২.৯১ ডলারে।