মাত্র ৬ মাসের মধ্যেই কোপ পড়ল জনপ্রিয় ধারাবাহিকে, হয়ে গেল শেষ দিনের শুটিং

বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকা কম বেশি হলেই বন্ধ হচ্ছে একের পর এক মেগা সিরিয়াল। এক বছর টিকে থাকাটাই যেন এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। নতুন বছর পড়তেই পথ চলা শেষ হয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের। সেই তালিকায় রয়েছে ‘নবাব নন্দিনী’,’সাহেবের চিঠি’,সোহাগ জল’ সহ আরও একাধিক ধারাবাহিক। আর এবার সেই তালিকায় নাম জুড়ল কালার্স বাংলার ‘ক্যানিং এর মিনু’-র (Canning Er Minu) নাম। শনিবার ভারতলক্ষ্মী স্টুডিও-তে হয়ে গেল শেষ শ্যুটিং।

২০২২ সালের অগাস্ট মাসে পথচলা শুরু হয়েছিল ‘ক্যানিং এর মিনু’ ধারাবাহিকের। জুটি বেঁধেছিলেন দিয়া বসু এবং সায়ন মুখোপাধ্যায়। মাত্র ৬ মাস কালার্স বাংলার পর্দায় দেখা গেল এই জুটিকে। আগামী মাসের গোরাতেই বন্ধ হচ্ছে এই সিরিয়াল। ধারাবাহিক বন্ধের কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী দিয়া।

Canning Er Minu

এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘ভীষণ খারাপ লাগছে। আমরা একসঙ্গে চুটিয়ে কাজ করছিলাম। আগামী দিনের সবাই কাজ করলেও এই টিমটা ভেঙে যাচ্ছে। আর সে কারণে সবার চোখের কণায় দেখা যাচ্ছে জল। তবে সায়নকে আর সহ্য করতে হবে না এটা ভেবে ভালো লাগছে। কিন্তু এই ধারাবাহিক যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা ভাবতে পারিনি’। অভিনেত্রীর কথায় এখন হাতে কাজ না থাকায় আপাতত নিজের প্রতি সময় দিতে চান তিনি। তিনি বলেন, ‘এখন কিছুটা সময় নিজেকে এবং পরিবার দেব’।

Diya Basu

শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল এই মেগা ধারাবাহিক। ক্যানিং-এর এক সাধারণ মেয়ের গল্প উঠে এসেছে এই সিরিয়ালে। মুখ্যমন্ত্রীর বাড়ির কাজের মেয়ে থেকে তিনি হয়ে উঠেছেন সেই বাড়ির পুত্রবধূ। আর এবার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন তিনি। আর সেই গল্প দিয়েই শেষ হবে ধারাবাহিক। আগামী মাসের ৫ তারিখ শেষবার দেখা যাবে এই সিরিয়াল। এরপরের দিনই অর্থাৎ ৬ তারিখ কালার্স বাংলার পর্দায় পথ চলা শুরু হচ্ছে নয়া ধারাবাহিক ‘নায়িকা নম্বর ১’।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নয়া ধারাবাহিকের প্রমো। ব্লুজ প্রোডাকশনের এই সিরিয়ালে জুটি বাঁধছেন অভিনেত্রী ঋতব্রতা দে এবং অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। জুনিয়র আর্টিস্ট-দের সম্মান জানাতে আসছে এই মেগা। আর তার আগমনেই কোপ পড়ল ‘ক্যানিং এর মিনু’ ধারাবাহিকে।


additiya

সম্পর্কিত খবর