বাংলাহান্ট ডেস্ক : চারিদিকে হুহু করে বেরোচ্ছে গ্যাস। তীব্র গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন কারখানার কর্মচারী থেকে সাধারণ মানুষ। কামালগাজীর একটি কারখানায় ভয়ঙ্করভাবে গ্যাস লিক করায় সেই লিক সারানোর কাজে নিযুক্ত শ্রমিকদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েন। এরপর সেই অঞ্চলের কিছু মানুষও অসুস্থও হয়ে পড়েন। নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাটিকে ঘেরাও করে রেখেছেন। একের পর এক দমকলের ইঞ্জিন সেই জায়গায় যাচ্ছে এবং কারখানা থেকে শ্রমিকদেরও আনতে সাহায্য করছেন।
ইতিমধ্যে দমকলের তিনটি ইঞ্জিন সেই স্থানে পৌঁছেছে। কারখানার শ্রমিকরা নিজেরাই মাস্ক পরে অন্যান্য শ্রমিকদের উদ্ধার করতে চেষ্টা করেছেন। কিন্তু গ্যাস খুব জোরালো হওয়ায় দমকল কর্মীরাও অসুস্থ বোধ করছেন। এলাকার বাসিন্দারা বলছেন যত সম্ভব সোমবার থেকেই আমোনিয়া গ্যাস লিক করছে। বাতাসে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করলে কারখানার কর্মীরা বাইরের লোকজনকে কারখানার ভিতরে ঢুকতে বাধা দিতে শুরু করেন। কর্মীরাও ভয় পেয়ে যান। আর অঞ্চলের মানুষরাও ভয় পেয়ে ছুটোছুটি করতে থাকেন। তারপরেই হাজির হয় দমকলের গাড়িগুলি।
পাশে বাইপাস থাকায় ওই অঞ্চলের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। স্থানীয় মানুষেরা মুখে রুমাল বেঁধে বা মাস্ক পরে ঘুরছেন যাতে কেউ অজ্ঞান না হয়ে পড়েন বা অসুস্থ না হয়ে পড়েন।দমকল কর্মীরা যতটা পারছেন পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যাঁরা অসুস্থ হয়ে পড়ছেন তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।