মদন মিত্রের জন্মদিনে ঢালাও ‘বিরিয়ানি পার্টি’, গোলাপ জলের গন্ধে ভরে উঠল কামারহাটি

বাংলাহান্ট ডেস্কঃ ৬৭-তে পা দিলেন বার্থ ডে বয় মদন মিত্র (madan mitra)। আজ তাঁরই জন্মদিনে, বিরিয়ানির গন্ধে ম ম করছে কামারহাটির (kamarhati) আকাশ বাতাস। যেন উৎসবের মরশুম। পেল্লাই সাইজের হাড়ি ভর্তি বিরিয়ানি তৈরি হচ্ছে, আর তা নিমেষের মধ্যেই তা উধাও হয়ে যাচ্ছে।

শুক্রবার যেন কামারহাটির কোন বাড়িতেই আর হাড়ি চড়েনি। ঢালাও বিরিয়ানি রান্না হচ্ছে সকাল থেকেই। দলে দলে মানুষের ঢল আসছে, আর ‘কালারফুল বয়’ মদন মিত্রের জন্মদিনে বিরিয়ানি খেয়ে যাচ্ছে। বেলুন, বাজনা- কি নেই। রীতিমত উৎসবের আয়োজন।

chicken biryani recipe

এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তারা ছিলেন ইমতিয়াজ আহমেদ, আনিসুর রহমানরা। দলের নামে নয়, মদন মিত্রের জন্মদিন উপলক্ষ্যে মেনু ছিল শুধুই বিরিয়ানি আর বিরিয়ানি। বার্থ ডে বয়ের জন্য এদিন কামার হাটির বিভিন্ন এলাকা সাজিয়ে তুলেছিলেন মদন মিত্রের অনুগামীরা।

ঠিক যেন উৎসবের মেজাজ। এই উৎসবের আমেজে ইমতিয়াজ বললেন, ‘বাঙালির কাছে দুর্গাপুজো যেমন, মুসলিমদের কাছে ঈদ যেমন, আর অন্যদের কাছে দিওয়ালি যেমন- তেমনই কামারহাটির মানুষদের কাছে আজ উৎসবের দিন। আজ মদনদার জন্মদিন। এখানে কোন ভেদাভেদ নেই। ঠেলাওয়ালা থেকে ডাক্তার, মুঠে-মজদুর থেকে শিক্ষক- সকলেরই নেতা হলেন মদন মিত্র। কামারহাটির মানুষদের কাছে আজ সেলিব্রেশনের দিন’।

WhatsApp Image 2021 07

চারিদিকে বেলুন, ফ্লেক্সে ছয়লাপ করে ফেলেছে মদন মিত্রের অনুগামীরা। আর সেসব মদন মিত্রের মত রঙিনও। মদন মিত্রের জন্মদিনে বিরিয়ানি খেতে খেতে কেউ কেউ আবার চিৎকার করে উঠলেন ‘মদনদা যুগ যুগ জিও’। রীতিমত উৎসবের মেজাজেই পালন হল তৃণমূল বিধায়ক মদন মিত্রের জন্মদিন।


Smita Hari

সম্পর্কিত খবর