তৈরি হবে শপিং মল, রাতের অন্ধকারে পাকিস্তানে ভেঙে ফেলা হল শতাব্দী প্রাচীন মন্দির! আতঙ্কে হিন্দুরা

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) ১৫০ বছরের পুরনো একটি হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনার পর পাকিস্তানে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, করাচির সোলজার বাজারে মারি মাতার একটি মন্দির রয়েছে। এটি ১৫০ বছরেরও বেশি পুরনো। শুক্রবার (১৪ জুলাই) রাতে শপিং প্লাজা নির্মাণের জন্য এক প্রোমোটার সেই মন্দিরটি ভেঙে ফেলে। জানা যাচ্ছে, মন্দিরের জমিটি এক শপিং প্লাজার প্রোমোটারের কাছে ৭ কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এরপর শুক্রবার রাতে পুলিশের উপস্থিতিতে মন্দিরে বুলডোজার চালানো হয়। উল্লেখ্য, গত বছরের জুন মাসেই মারি মাতা মন্দিরে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হয়েছিল।

গুপ্তধনের লোভঃ করাচির শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরের পুরোহিত রাম নাথ মিশ্র মহারাজ ‘ডন” পত্রিকাকে বলেন যে, মারি মাতা মন্দিরটি ১৫০ বছর আগে নির্মিত হয়েছিল। এর আঙিনায় পুঁতে রাখা প্রাচীন ধনসম্পদ নিয়ে আমরা গল্পও শুনেছি। এটি প্রায় ৪০০ থেকে ৫০০ বর্গগজ জুড়ে বিস্তৃত এবং এটি কিছু সময় ধরেই আলোচিত ছিল, কারণ ভূমিদস্যুরা এর দিকে নজর রাখছিল।

এদিকে, মাদ্রাসি হিন্দু সম্প্রদায়ের একজন সদস্য বলেছেন যে তাকে ইমরান হাশমি এবং রেখা ওরফে নাগিন বাই নামে দুই ব্যক্তি বাড়িটি খালি করতে বাধ্য করছে। এমনও শোনা যাচ্ছে যে মন্দিরটি দুই প্রভাবশালী ব্যক্তি অন্য পক্ষের কাছে ৭ কোটি টাকাতে বিক্রি করেছিলেন এবং ক্রেতা সেখানে একটি বাণিজ্যিক ভবন তৈরি করতে চাইছিলেন।

64b30279a1547

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, করাচিতে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের লোকজন এই ঘটনার জেরে তুমুল আতঙ্কে রয়েছেন। কোরাঙ্গি এলাকার হিন্দু বাসিন্দা সঞ্জীব সংবাদ মাধ্যমকে জানান, ‘মোটরসাইকেলে করে ছয় থেকে আটজন সেখানে এসে মন্দিরে হামলা চালায়।” উল্লেখ্য, পাকিস্তানে মন্দিরগুলি প্রায়ই মৌলবাদীদের আক্রমণের শিকার হয়। সবথেকে বড় বিষয় হল, এই বিষয়ে পাকিস্তান সরকার জানিয়েছে যে, মন্দিরের কাঠামো খুবই জরাজীর্ণ হয়ে গিয়েছিল। তাই সেটিকে ভেঙে ফেলা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর