ফের ট্রেনে আগুন, উদয়ন এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ট্রেনে। মুম্বই-বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসে (Udyan Express) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার। জানা যাচ্ছে সেই সময় ট্রেনে কোনও যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বেঙ্গালুরুর সাঙ্গোলি রায়ান্না স্টেশনে ট্রেনটি পৌঁছালে আগুন লাগার ঘটনা ঘটে। ততক্ষণে ট্রেনের যাত্রীরা নেমে গিয়েছিলেন। এরপর দমকল দপ্তরের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার প্রায় দু’ঘণ্টা পর অগ্নিকাণ্ডের (Fire Accident) ঘটনা ঘটে। এখনও জানা যায়নি ঠিক কী কারণে আগুন লেগেছিল। রেল জানিয়েছে অগ্নিকান্ডের ঘটনার তদন্ত করা হবে। এএনআই থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ওই ট্রেনের কামরা থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। গোটা স্টেশন চত্বর ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।

আরোও পড়ুন : সুরাপ্রেমীদের জন্য সুখবর! পুজোর সময় সারা রাত খোলা থাকবে মদের এই দোকানগুলি

প্রসঙ্গত, গত কয়েক মাসে বারংবার ঘটেছে ট্রেন ঘটনা। কোথাও লাইনচ্যুত হয়েছে ট্রেন, আবার কোথাও ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনে একের পর এক দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত যাত্রীরা। ট্রেন যাত্রীদের কাছে এখন আতঙ্কের নাম। ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয় গত ২জুন।

মর্মান্তিক সেই ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় শতাধিক মানুষ। হাজারের কাছাকাছি মানুষ আহত হয়েছিলেন করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায়। সেই দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেনে অগ্নিকাণ্ডের খবর সামনে আসে। ওড়িশার ব্রহ্মপুরে সেকেনদরাবাদ-আগরতলা এক্সপ্রেসে ঘটে যায় অগ্নিকাণ্ডের ঘটনা।

শিয়ালদহ-অজমের এক্সপ্রেসের একটি কামরায় কিছুদিন আগে ধোঁয়া দেখা যায় উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার ভরওয়াড়ী স্টেশনের কাছে। স্বাভাবিকভাবেই একের পর এক এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে, এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ফের রেলের বিরুদ্ধে আঙুল তুলেছেন যাত্রীরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর