iPhone এবার আরোও সস্তা! অ্যাপেল কারখানা অধিগ্রহণ করতে বড়সড় পদক্ষেপ টাটার

বাংলাহান্ট ডেস্ক : টাটা গোষ্ঠী (Tata Group) ভারতে (India) আইফোন (iPhone) প্রস্তুত করার তোড়জোড় শুরু করে দিয়েছে। ভারতের মাটিতে আইফোন তৈরি করার জন্য টাটা অধিগ্রহণ করতে চলেছে অ্যাপেলের (Apple) প্রোডাকশন প্ল্যান্ট উইস্ট্রন। সূত্র মারফত খবর, ভারতের উইস্ট্রনের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি টাটা কিনে নিতে চলেছে। আরও খবর, টাটা গোষ্ঠী বিপুল পরিমাণ অর্থে অধিগ্রহণ করবে তাইওয়ান এর এই সংস্থার কারখানাটিকে।

জানা গিয়েছে, টাটা গোষ্ঠী উইস্ট্রনের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কেনার জন্য খরচ করতে পারে ৬১২.৬ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকা। যদিও এখনো অব্দি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানাতে চাইনি টাটা কিংবা apple গোষ্ঠীর উইস্ট্রন।

দ্য ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, টাটা গোষ্ঠী অ্যাপেল উইস্ট্রন অধিগ্রহণ করতে ৫ হাজার কোটি টাকার চুক্তি করবে। এই চুক্তি যদি সফল হয় তাহলে এক নতুন ইতিহাস তৈরি হবে ভারতে। টাটা গোষ্ঠী প্রথম ভারতীয় সংস্থা হিসেবে আইফোন তৈরি করবে। এতদিন পর্যন্ত ভারতের মাটিতে যা করত তাইওয়ানের সংস্থা উইস্ট্রন।

কিছুদিন আগে ব্লুমার্গেরএকটি খবর থেকে জানা গিয়েছিল, টাটা গোষ্ঠী ভারতে আইফোন প্রস্তুত করার জন্য উইস্ট্রনের সাথে যৌথ উদ্যোগে জয়েন্ট ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার ভাবনা চিন্তা করছে। এই মুহূর্তে উইস্ট্রন ছাড়াও ভারতে অ্যাপেলের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে সেগুলো হল পেগাট্রন, ফক্সকন।

TATA GROUP I PHONE 1

উল্লেখ্য, চীনে বর্তমান অস্থিরতার কারণে iphone 14pro মডেল উৎপাদন ব্যাহত হয়েছে। এর আগেও অ্যাপেল ঘোষণা করেছিল তারা চীন থেকে তাদের প্লান্ট ভারতে স্থানান্তরিত করবে। এখনও পর্যন্ত ভারতে আইফোনের 12 ,13 ও 14 মডেল প্রস্তুত হয়েছে। টাটা গোষ্ঠীর এই চুক্তি সফল হলে ভবিষ্যতে ভারতে অ্যাপেলর আরও বেশি মডেল উৎপাদন হতে পারে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর