রক্তাক্ত খেজুরি, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে নিহত ২ তৃণমূল কর্মী, চলছে তদন্ত

বাংলাহান্ট ডেস্কঃ বোমার আওয়াজে কেঁপে উঠল খেজুরির (khejuri) জনকা অঞ্চলের ১৯৫ নম্বর পশ্চিম ভাঙ্গনমারী বুথ। সোমবার রাতের এই ঘটনায় ২ তৃণমূল (tmc) কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, আরও ২ জন আশঙ্কাজনক অবস্থায়  তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। যার ফলে ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ নং ব্লকের একাধিক এলাকা।

এই ঘটনার বিষয়ে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন, ‘খেজুরিতে বোমা বিস্ফোরণের কথা শুনেছি, এই বিষয়ের তদন্ত করা উচিত। বোমা রাখা হয়েছিল, নাকি বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, নাকি তৃণমূল কর্মীদের ওপর বোমার আঘাত করা হয়েছিল- তা পুলিশ তদন্ত করে দেখুক। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িতে আছে কিনা, কিংবা কেউ ষড়যন্ত্র করেছে কিনা, তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ’।

bjp vs tmc

বোমাবাজির ঘটনার পরবর্তীতে বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক অভিযোগ করেন, থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটলেও, পুলিশ কোন পদক্ষেপই নিচ্ছে না। খেজুরিতে বোমা বন্দুকের আখড়া তৈরি করেছে তৃণমূল- এমনটাই অভিযোগ তাঁর। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন থেকেই ফের নতুন করে বিজেপি কর্মীদের উপর অত্যাচার বেড়েছে বলেও দাবি শান্তনু প্রামাণিকের।

তিনি আরও বলেছেন, ‘পশ্চিম ভাঙ্গনমারী বুথে সোমবার রাতে বোমা বাঁধার সময় এক জোরালো বিস্ফোরণ ঘটে যায়। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন কয়েক জন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ঘটনাস্থলেই মৃত দুজনের মধ্যে একজন অনুপ দাস হলেও, অন্যজনের পরিচয় জানা যায়নি’।

Smita Hari

সম্পর্কিত খবর